X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ড্যাব ক্যাম্পে একদিনে দুই হাজার রোহিঙ্গার চিকিৎসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২২:২৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২২:২৯

ড্যাবের ক্যাম্পে রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার পান বাজারে স্থাপিত বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের ৫০তম দিন পূর্ণ হয়েছে বুধবার (০১ নভেম্বর)। এদিন তারা দুই হাজারের বেশি রোহিঙ্গাকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে।

ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে ড্যাব এর উদ্যোগে রোহিঙ্গা উপদ্রুত এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। ১ নভেম্বর এই সেবা দেওয়ার ৫০তম দিন পূর্ণ হয়েছে।’

 অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন জানান, ড্যাব এর এই কার্যক্রম প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

ড্যাব নেতা ডা. আব্দুল কাদের সজীব বাংলা ট্রিবিউনকে জানান, ৫০তম দিনে চিকিৎসাসেবা নিয়েছে দুই হাজারের বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রতিদিনের মতো চিকিৎসা ছাড়াও বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাইপ্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।   

ডা. মো. শামীউল আলম সুহান জানান, বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে ড্যাব এর কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা। এছাড়া, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলা শাখাও এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

মেডিক্যাল ক্যাম্পে প্রতিদিন সেবা দেন ডা. রাহাত ইসলাম, ডা. রায়হান আতিক, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. শায়লা শারমিন রাফা, ডা. নাভিম কবির প্রতীক, ডা. মো. তাহেরুল ইসলাম লিপু, ডা. মো. শাহজাহান মোল্লা পাপ্পু, ডা. ওয়ালিদ হাসান, ডা. ফুয়াদ কাদের, ডা. আরমান, ডা. মশিউর রহমান, ডা. মো. সালজার হোসেন, ডা. মাহফুজুর রহমান সুজন, ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, ডা. মো. সেফাতুল ইসলাম, ডা. আরেফিন সুলতান, ডা. তানভীর মাসুম, ডা. জহির রায়হানসহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

এছাড়া, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন, সঞ্জয় বালাসহ পাঁচ জন চিকিৎসা সহকারীও সেখানে রয়েছেন।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা