X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় কানাডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ২২:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:৩৭

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কানাডা প্রতিনিধি দলের সদস্য ইয়াসমিন রাস্তান্সকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কানাডার প্রতিনিধিরা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান, যেখানে সব দল অংশগ্রহণ করবে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত কানাডিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরা বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। কানাডার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তারা সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।’

তিনি বলেন, ‘বৈঠকে কানাডার প্রতিনিধিরা বিএনপির কাছে অনেক বিষয়ে জানতে চেয়েছেন। তারা যা জানেন তাও আমাদের জানিয়েছেন।’

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের মূল প্রস্তাবনাগুলো কানাডার প্রতিনিধিরা সংগ্রহ করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব বিষয়ও আলোচনায় প্রাধান্য পেয়েছে।’

এছাড়া রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতির নানাদিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কানাডার সংসদ সদস্য ইয়াসমিন রাস্তান্সকির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্য সালমা আতাউল্লাহ জাহ্, থমাস মুলকার, ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার বেনওয়াট প্রিফনথিন, সমন্বয়ক সৈয়দ শাহ নেওয়াজ মহসিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

 

/এএইচআরর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া