X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফকে সমবেদনা জানালেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১২:২৩আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৩:৩২

সৈয়দ আশরাফুল ইসলাম ও ওবায়দুল কাদের জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সমবেদনা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১০টার পর সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের সরকারি বাসভবনে দেখা করতে গিয়ে তিনি এ সমবেদনা জানান।

এ সময় তারা প্রায় ৪০ মিনিট বিভিন্ন বিষয়ে কথা বলেন। স্ত্রী মারা যাওয়ার পর গত শনিবার দেশে ফেরেন সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও ওবায়দুল কাদের যেতে পারেননি। আজ বেলা ৩টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর আত্মার মাগফিরাতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তবে বিকালে একটি অনুষ্ঠান থাকায় ওবায়দুল কাদেরে অংশ নিতে পারবেন না। তাই সকালে দেখা করতে যান।

জনপ্রশাসন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী একেএম সাজ্জাদ হোসেন শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওবায়দুল কাদের জানিয়েছেন, গাজীপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি থাকায় তিনি মিলাদ মাহফিলে অংশ নিতে পারবেন না। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গাজীপুরের ওই অনুষ্ঠান দুইবার পেছানো হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা তো একই পরিবার। আমরা আপনার সঙ্গে সমভাবে ব্যথিত।’

জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আপনি এসেছেন ভালো লাগছে, খুশি হয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর  প্রায় এক বছর আগে সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় আরও একবার দেখা করতে গিয়েছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, ছাত্রলীগের সাবেক নেতা আনোয়ারুল কবীর ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন:
রাখাইনে ফের তাণ্ডব: বাঁশের ভেলায় চড়ে নাফ পার হচ্ছে রোহিঙ্গারা

/পিএইচসি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা