X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৭:০৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:১০

তোফায়েল আহমেদ  (ফাইল ছবি) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বৈশ্বিক স্বীকৃতি উদযাপনে আয়োজিত নাগরিক সমাবেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তাতে তিনি ছোট মনের পরিচয় দিয়েছেন।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি. ওলিভেইলা জুনিয়র। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ ওই মন্তব্য করেন।

গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ‘৭ মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে, এটা আনন্দের কথা। এ উপলক্ষে সমাবেশ করছেন, তাও আনন্দের কথা। কিন্তু সকাল থেকে দেখলাম স্কুলের বাচ্চাদের বাসে করে নিয়ে আসা হচ্ছে। তারা শিক্ষকদের বলছেন, না আসলে বেতন কাটা যাবে। ব্যাংকে চিঠি দিয়েছেন কর্মচারীদের। তাদের বলা হয়েছে, সমাবেশে না আসলে ৫ দিনের বেতন কাটা যাবে।’

তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রাজনীতিবিদের কাছ থেকে জাতি এমন মন্তব্য আশা করে না। রাজনীতি করতে হলে মন বড় করতে হয়। ছোট মন নিয়ে রাজনীতি করলে সেই রাজনীতিতে সফলতা আসে না।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সারাবিশ্ব যেখানে শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ ও ‘স্টার অব দ্য ইস্ট’ উপাধি দিয়েছে সেখানে বিএনপি তার সমালোচনা করছে। বিএনপি সবকিছুতেই নেতিবাচক মন্তব্য করে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর বহু কষ্টে ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। অথচ এই ভাষণ প্রথমে পাকিস্তান এবং পরে জিয়া ও খালেদা জিয়া ধ্বংস করার চেষ্টা করেছিলেন। তারাই এই ভাষণ বাজাতে দেননি, মাইক কেড়ে নিয়েছিলেন। ওই জনসভায় ২০ লাখ লোকের সমাগম হয়েছিল। যা বিশ্বের ইতিহাসে বিরল। ওই জনসভার বক্তব্য ছিল অলিখিত। বিশ্বের আর কোনও জনসভার ভাষণ অলিখিত ছিল না। কাজেই সবকিছুতেই সমালোচনা করা বিএনপির অভ্যাস।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া উপলক্ষে গত শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হয়।

 

/এসআই/এসএনএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস