X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যারা ইতিহাস বিকৃ‌ত করে তারাই অন্যকে দোষারোপ করে: ড. মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫০

ড. খন্দকার মোশারফ হোসেন (ফাইল ছবি) ইতিহাস বিকৃ‌তিকারীরাই অন্যকে ইতিহাস বিকৃ‌ত করার জন্য দোষারোপ করে বলে মন্তব্য ক‌রেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রবিবার (১৯ নভেম্বর) দুপু‌রে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য করেন। মওলানা আবদুল হা‌মিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে‌ বিএন‌পি।

এর আগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেন, ‘সবার কাছে আমার একটা অনুরোধ আর যেন কখনও ওই পাকিস্তানি প্রেতাত্মা, তোষামোদি চাটুকারি দল যেন বাংলার মাটিতে ইতিহাস বিকৃতি করার সুযোগ না পায়। তার জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর এ বক্ত‌ব্যের প্রতি ইঙ্গিত ক‌রে ড. মোশাররফ বলেন, ‘যারা আজ নিজ দ‌লের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানী‌কে স্মরণ ক‌রে না, তারা আবার জোর গলায় ইতিহাস বিকৃ‌তি নিয়ে কথা বলে। বরং যারা ইতিহাস বিকৃ‌তি ক‌রে তারাই অন্যকে ইতিহাস বিকৃ‌তি করার জন্য দোষারোপ করে।’

তিনি আরও ব‌লেন, ‘আওয়ামী লীগ‌কে আবার জনগ‌ণের সঙ্গে প্রতারণা ক‌রে ক্ষমতায় যে‌তে দেওয়া হ‌বে না। বিএনপি আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে। দ‌লের চেয়ারপারসন খা‌লেদা জিয়া শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকা‌রের রূপ‌রেখা দেবেন। এরপর সরকা‌রের আচরণ দে‌খে প্রয়োজ‌নে জনগ‌ণের কা‌ছে যা‌ব। কারণ, জনগণ তা‌দের অধিকার আদা‌য়ে রাস্তায় নাম‌বে আর বিএন‌পি তাদের পা‌শে থাক‌বে।’

খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লেন, ‘বর্তমান সংস‌দের ১৫৪ জন অনির্বা‌চিত, ফ‌লে এ সংসদ অবৈধ। অবৈধ সরকার রাষ্ট্র প‌রিচালনা করছে। তাই এ অবৈধ সরকা‌রের অধী‌নে আগামী একাদশ নির্বাচন হ‌তে পা‌রে না। শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচন সুষ্ঠু হ‌তে পা‌রে না। যার প্রমাণ ২০১৪ সা‌লের ৫ জানুয়া‌রির নির্বাচন এবং পরের  স্থানীয় সরকার নির্বাচন।’ 

নির্বাচন ক‌মিশ‌নের উদ্দেশে তি‌নি ব‌লেন, ‘বিএন‌পি আসন্ন সি‌টি কর‌পো‌রেশন নির্বাচন গভীরভা‌বে পর্য‌বেক্ষণ করবে। নির্বাচন ক‌মিশন ও সরকা‌রের জন্য অগ্নিপরীক্ষা এই নির্বাচন। এখ‌নই সব রাজ‌নৈ‌তিক দ‌লের জন্য লে‌ভেল প্লে‌য়িং ফি‌ল্ডের ব্যবস্থা করুন।’

তিনি বলেন, ‘সরকার প্রধান ও মন্ত্রী-এম‌পিরা হে‌লিকপ্টার ব্যবহার ক‌রে নির্বাচনী প্রচারণা চালা‌চ্ছেন আর আমরা ও বিএন‌পি নেত্রী খা‌লেদা জিয়া প্রায় প্রতি সপ্তা‌হে থাক‌ব আদাল‌তের বারান্দায়– তা হ‌তে পা‌রে না।’

বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– দলটির ভাইস চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, ‌নির্বাহী ক‌মি‌টির সদস্য তক‌দীর হোসেন জ‌সিম প্রমুখ। 

/এএইচআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!