X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্যামেরাম্যানকে বদলি, নেতার কী হবে

আদিত্য রিমন
২০ নভেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২৩:০৬

এসএম জাহিদের (পাঞ্জাবি পরিহিত) কাছে থেকে টাকা নিচ্ছেন বিটিভির ক্যামেরাম্যান

সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৮ নভেম্বর ছিল নাগরিক সমাবেশ। এ সমাবেশে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন। ওই দিনের একটি ভিডিও ও স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সালাহউদ্দিন মোহাম্মদ জাহিদ বিটিভি’র সহকারী চিত্রগ্রাহক ফরিদ আহমেদের হাতে টাকা দিচ্ছেন। 

সোমবার (২০ নভেম্বর) এনিয়ে বাংলা ট্রিবিউনে ‘‘নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)’’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পরপরই খবর আসে ক্যামেরাম্যান ফরিদ আহমেদ চট্টগ্রামে বদলি করা হয়েছে। তার বদলির বিষয়ে বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন অর রশীদ বাংলা ট্র্রিবিউনকে বলেন, ‘তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। সব প্রমাণ তো দেখা যাচ্ছে, এর আর কী তদন্ত। আপাতত তাকে বার্তা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

কিন্তু পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় টাকা নেওয়ার অভিযোগে ক্যামেরাম্যানকে বদলি করা হলেও যিনি তাকে টাকা দিয়েছেন, সেই নেতা এসএম জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক কোনও ব্যবস্থা নেওয়াহয়নি।  তার বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বলা হচ্ছে- তাদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসে নাই। যদি কেউ এ ধরনের অভিযোগ করেন, তাহলে এসএম জাহিদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার আগে অভিযোগ আসতে হবে। অভিযোগ না আসলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।            

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনার কাছেই আমি প্রথম ঘটনা শুনলাম। আমাদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসেনি।  যদি কেউ অভিযোগ করে, তাহলে আমরা তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তবে আগে অভিযোগ আসতে হবে।’

অন্যদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন,‘বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে আমরা দলের ভেতরে মিটিং করে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা ঠিক করবো।’ তিনি আরও বলেন,  ‘তিনি (এসএম জাহিদ) তো আমাদের সদস্য মাত্র। আগে তো তিনি কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ’

বিটিভি’র ক্যামেরাম্যানকে টাকা দেওয়ার বিষয়ে জানতে যুবলীগ নেতা এস এম জাহিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তিনি রবিবার (১৯ নভেম্বর) কলকাতা গেছেন।

মানিকগঞ্জের ঘিওর আসন থেকে এসএম জাহিদ  আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

ঘটনার দিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদের সঙ্গে থাকা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হক জিয়া বলেন, ‘বিটিভি’র ক্যামেরাম্যান আমাদের মিছিলের ভিডিও করেছেন। তবে জাহিদ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন কিনা দেখিনি।’

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নাগরিক সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকাল চারটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সহকারী চিত্রগ্রাহক ফরিদ আহমেদ মিছিলের চিত্র ধারণ করছিলেন। ভিডিও ধারণের এক ফাঁকে তাকে মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতা এস এম জাহিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে দেখা যায়। আলাপ চলাকালে ওই নেতা পকেট থেকে টাকা বের করেন। আর চোখের পলকেই সেই টাকা চলে যায় ফরিদ আহমেদের হাতে।

আরও পড়ুন: 


নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

সরিয়ে দেওয়া হলো বিটিভি’র সেই ক্যামেরাম্যানকে

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী