X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের দাম বাড়ালে হরতাল-অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:৫১



সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার মিছিল
বিদ্যুতের দাম বৃদ্ধির যেকোনও উদ্যোগ নেওয়া হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশের বাম দলগুলো।

বুধবার (২২ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে সমাবেশে নেতারা বলেন, কোনও অবস্থাতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা চলবে না।

তারা বলেন, বিইআরসির মাধ্যমে বিদ্যুৎ বিপণনকারী সংস্থাগুলো বিদ্যুতের দাম বৃদ্ধির অশুভ পাঁয়তারায় লিপ্ত রয়েছে। সরকার এসব লুটেরা মালিক ও আমলাদের মুনাফা বৃদ্ধির জন্য বিদ্যুতের দাম বৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধির যেকোনও অপচেষ্টা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে পাড়া-মহল্লা ও হাটবাজারে প্রচারাভিযান চালানোর জন্য সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীদের আহ্বান জানানো হয় সমাবেশে।

সমাবেশে নেতারা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে দেশের আপামর জনগণ আজ  দিশেহারা। নিম্ন আয়ের মানুষ আধপেটা খেয়ে দিনযাপন করছে। যেসব মানুষের আয়ের বেশিরভাগ ব্যয় হয় খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য, এগুলোর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে তারা আজ  অসহায়।’

তারা অভিযোগ করেন, বাজার সিন্ডিকেট, আমলা এবং ক্ষমতাসীন দল ও জোটের কিছু নেতার অসৎ চক্রের কারসাজির কারণেই দ্রব্যমূল্য বাড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে তা হু হু করে বাড়ছে। সরকারের নিষ্ক্রিয়তা এসব অসৎ চক্রকে উৎসাহ যুগিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ’র (মাকর্সবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা