X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জিয়ার ছোট ভাই আহমেদ কামাল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৫৮

জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মধ্য বাসাবোতে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহে...রাজেউন)।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৪ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শায়রুল।

মনসুর রহমান-জাহানারা খাতুন রানী দম্পতির পাঁচ ছেলের মধ্যে সবার ছোট ছিলেন আহমেদ কামাল। পাঁচ ভাইয়ের মধ্যে মেজ ভাই জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। রাজধানীর সবুজবাগ থানা সংলগ্ন এলাকায় ২০৫, মধ্য বাসাবো ঠিকানায় একাই থাকতেন আহমেদ কামাল। মৃত্যুর আগ পর্যন্তও একাই ছিলেন তিনি। পর্যটন করপোরেশনের জিএম হিসেবে ২০০৬ সালে তার কর্মজীবন শেষ হয়। অকৃতদার আহমেদ কামালের স্বজন বলতে ছিলেন জিয়াউর রহমানের পরিবারসহ অন্য ভাইদের সন্তানেরা। তবে তাদের কারও সঙ্গেই যোগাযোগ ছিল না তার।
ব্যক্তিজীবনে নিভৃতে বসবাস করা আহমেদ কামাল আলোচনায় আসেন গত বছর। একটি মহলের উদ্যোগে জিয়াউর রহমানের আদর্শে নতুন দল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত বছরের ৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভা তিনি এ ঘোষণা দেন। তবে এর মাস ছয়েক পরেই, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তিনি অসুস্থ। এ অবস্থায় তিনি কোনও দল করছেন না এবং রাজনীতি করার ইচ্ছা ও ক্ষমতা তার নেই

/এসটিএস/টিআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ