X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশে মানবাধিকার বলে কিছু নেই: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৪২

দেশে মানবাধিকার বলে কিছু নেই: মওদুদ দেশে মানবাধিকার বলে কিছু নেই এবং এটি একটি অজানা শব্দ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, ‘২০১৪ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া যাবেনা। যেই নির্বাচনে ৩০০ আসনের ১৫৪ জনই জনগণের ভোট ছাড়াই বিজয়ী হয়েছে। এদেশের সাড়ে পাঁচ কোটি ভোটার কেন্দ্রে যাননি। তারপরও তারা ক্ষমতায়।’

তিনি আরও বলেন, ‘সংবিধান রক্ষার কথা বলেই গত ৯ বছর ধরে সরকার ক্ষমতা আকড়ে ধরে বসে আছে। ক্ষমতা থেকে বের হয়ে গেলে তাদের কী পরিণতি হবে এটা তারা জানে। ক্ষমতা ছাড়লেই তারা বিপন্ন হয়ে যাবে।’

সংবিধান পরিবর্তন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতিফলনের জন্য সংবিধান পরিবর্তনের কোনও প্রয়োজন নাই।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা শুধু উন্নয়নের কথা বলেন। গণতন্ত্র ও একতন্ত্রের কথা বলেন না। কারণ আপনার মিথ্যাচারের রাজনীতি করেন। আপনাদের নীতি-নৈতিকতা বলে কিছুই নেই।’

তিনি অভিযোগ করেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে মূল সমস্যা থেকে সরে যাচ্ছে সরকার।’

বিদেশে জিয়া পরিবারের বিনিয়োগের অভিযোগ প্রসঙ্গে মওদুদ বলেন, ‘এতদিন পর কেন এ ধরনের অভিযোগ করা হচ্ছে? এতদিন কিছু করেন নাই, এখন বিদায়ের সময় এসব নিয়ে কথা বলছেন। বাংলাদেশের মানুষ এসব কোনও দিন বিশ্বাস করবে না। কারণ আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়।’

এ সময় জিয়া পরিবারের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ না হলে সরকারকে পদত্যাগেরও আহ্বান জানান মওদুদ আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, সাবেক মন্ত্রী আবদুল মান্নান, শাহ মোয়াজ্জেম প্রমুখ।

 

/এসও/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!