X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আ. লীগকে হারানোর মতো দল হয়তো বিদেশে আছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:০২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে হারানোর মতো রাজনৈতিক দল হয়তো দেশের বাইরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তিনি বলেছেন, ‘আজ সরকারি দলের বড় বড় ব্যক্তিত্ব, যারা বেশিরভাগ সময় বিদেশে থাকেন, তারা একেক সময় এসে একেক কথা বলেন। খেয়াল করবেন ২০১৪ সালের নির্বাচনের আগে তারা এসে বলেছিলেন, আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ জিতবে। মনে আছে নিশ্চয়ই আপনাদের। আজ আবার বলছেন, তথ্য এসে গেছে, আওয়ামী লীগ জিতবেই, আরও বেশি ভোটে জিতবে এবং বাংলাদেশে তাদের (আওয়ামী লীগ) পরাজিত করতে পারে এমন কোনও পার্টি নেই। আমি জানি না, হয়তো দেশের বাইরে থাকতে পারে তাদের হারানোর মতো দল।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। কমরেড মো. তোয়াহার ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশের সাম্যবাদী দল।

প্রসঙ্গত, সোমবার (১১ ডিসেম্বর) আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। দেশের মানুষের বিশ্বাস ও সমর্থন আমাদের প্রতি চলে এসেছে। আওয়ামী লীগকে হারানোর মতো দল বাংলাদেশে নেই। দলের গ্রুপিং-লবিং থাকে; তবে আন্দোলন বা নির্বাচনের সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে, কোন তথ্যের ওপর ভিত্তি করে আপনার এ কথা? একটা নির্বাচন দিয়ে দেখান, এরপর প্রমাণ হয়ে যাবে। যে নির্বাচনে আপনারা সরকারে থাকবেন না, নির্বাচন হবে নিরপেক্ষ, জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, যার ভোট সেই দেবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে কে জয়লাভ করবে। আমরা তো একথা বলি না যে বিএনপি বা ২০ দলীয় জোটই জয়লাভ করবে।’

সজীব ওয়াজেদ জয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘একটু দেয়ালের লিখনটা পড়ুন। আজ খবরের কাগজে দেখবেন নেপালে নির্বাচনে বামপন্থীরা জয়লাভ করেছে। নেপালে প্রথম সংবিধানের পরে বিরোধী দল বিপুল ভোটে জয়লাভ করেছে। জনগণ যখন তার মতামত প্রকাশ করার সুযোগ পাবে তারা সঠিকভাবে প্রকাশ করবে। জনগণ হচ্ছে একমাত্র শক্তি। বিএনপি অন্য কোনও ষড়যন্ত্র কিংবা চক্রান্তের ওপর নির্ভর করে না। আমাদের বাইরে থেকে ঘুরে এসে বলতে হয় না আমরা জিতবো। আমরা দেশের মানুষের চোখের দিকে তাকিয়ে ভাষা বুঝে বলতে পারি, তোমরা (আওয়ামী লীগ) পরাজিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ২০১৪ সালের মতো নির্বাচন দেওয়া যাবে না। এদেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ আগামী দিনের সরকারকে ক্ষমতায় বসাবে। ধানাই-পানাই করে সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া যাবে না। কারণ সংবিধান পরিবর্তন করছেন আপনারাই। সংবিধান পরিবর্তনের আগে গণভোট কিংবা জনগণের মতামত নেন নাই। যে সংসদের ১৫৪ জন নির্বাচিত নয়, শতকরা ৫ জন ভোট দিয়েছিল যে নির্বাচনে, সেই সংসদ কখনও জনগণের সংসদ হতে পারে না। সেই সংসদে পাস করা কোনও সংবিধান জাতির ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাইদ আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাগপার প্রধান রেহেনা প্রধান প্রমুখ।

আরও পড়ুন- 

এবার ২০০৮ সালের চেয়েও বড় বিজয় আসবে: জয়

রুদ্ধদ্বার সভায় আ. লীগ নেতাদের কী বলেছেন জয়?

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ