X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিচারকদের এখন চাকরি বাঁচাতে সরকারের অন্যায় আবদার শুনতে হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
এখন থেকে বিচারকদের চাকরি বাঁচাতে সরকারের (নির্বাহী বিভাগ) সব অন্যায় আবদার শুনতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের পর বিচারকদের সরকারের হুকুমে চলতে বাধ্য হবেন। এর মাধ্যমে বিচারকরা সবসময় আতঙ্কে থাকবেন। এখন থেকে তাদের চাকরি বাঁচাতে নির্বাহী বিভাগের সব অন্যায় আবদার শুনতে ও পালন করতে হবে। ফলে সুবিচার-ন্যায়বিচার কালেরগর্ভে হারিয়ে যাবে।’

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘এই বিধিমালায় বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু নেই। মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ নিয়ে সুপ্রিমকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন এ বিধিমালা তার পরিপন্থী। এমনকি সংবিধানেরও পরিপন্থী।’

শৃঙ্খলাবিধির মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের মৃত্যু ঘটেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এই বিধির ফলে বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নিত হবে। সাংবিধানিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। বিচারিক আদালত সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকারি গণপ্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্দেশে নির্বাহী বিভাগ তাদেরকে নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করবে। ফলে সরকারের হুকুমেই নিম্ন আদালতের বিচারকদের চলতে হবে।’

‘আওয়ামী লীগকে ভোটে হারানোর মতো দল বাংলাদেশে আর নেই’ সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যেও প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘এই মনোভাবকে বলা হয় ফ্যাসিষ্ট মনোভাব। যা বহুদলীয় গণতন্ত্র, সুশাসন ও মানুষের নাগরিক অধিকারকে কুঠারাঘাত করার সামিল। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের আগেও তিনি একইরকম জরিপ প্রকাশ করে বলেছিলেন, আমার কাছে তথ্য আছে-আওয়ামী লীগই জিতবে। তাহলে এবারেও তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরেকটা নীল নকশার নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে।’

ছাত্রলীগ ‘স্কুল পর্যায়ে কমিটি ঘোষণা’ করে শিক্ষার্থীদের মধ্যে হানাহানি ছড়িয়ে দিয়েছে দাবি করেন রিজভী বলেন, ‘গত দু’দিন আগে মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন শাবাব ও মাহী নামে দুই স্কুল শিক্ষার্থী। এদের পরিবারে চলছে এখন শোকের মাতম।’

ক্ষমতাসীনরা দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো নির্মাণের জন্য স্কুল পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এখন মাধ্যমিক পর্যায়েও ছাত্রলীগের কমিটির নামে দলীয় সন্ত্রাসী দল তৈরি করছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গোটা জাতিকে পঙ্গু করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
আরও পড়ুন:
‘রিকশাচালকরা এখন দিনে ১০ কেজি চাল কিনতে পারেন’

 

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না