X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হিন্দুদের বাড়িঘর-মন্দিরে আরও হামলার আশঙ্কা ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মাঝেমধ্যেই হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা হয়। আগে যেগুলো হয়েছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে এ বছর ও সামনের বছর এটা হবে রাজনৈতিক কারণে। কারণ সামনে নির্বাচন। একটি মহল মনে করছে এ ধরনের কাণ্ড ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে ব্যর্থ প্রমাণিত করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে। তাই হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে এ ধরনের হামলা আরও হবে।’

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভারতীয় অর্থায়নে ‘বিবেকানন্দ ভবনের‘ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ‘যারা ইন্দো-বাংলা সম্পর্ক নষ্ট করতে চাইছে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারোই বন্ধু হতে পারে না।’

বিএনপি-জামায়াতের নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এখন মুখোশ পড়েছে। মায়াকান্না কাঁদছে। সামনে নির্বাচন।  আবারও ভায়োলেন্স করবে। তারা মাইনোরিটি ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভুগছে। তাই এ ধরনের কাজ করছে। এরা দুর্বৃত্ত। এরা সন্ত্রাসী।’

মন্ত্রী ‍হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক কেউই পার পাবে না। আমরা নাসিরনগরে হামলার বিচারকাজ শুরু করেছি। বাকিগুলোরও হবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘উইকনেস ইজ ডেথ। আপনাদেরও (হিন্দুরা) সমান অধিকার। আঘাত করলে আপনারাও পাল্টা আঘাত করেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  বক্তব্যের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন ২০১৪ সালের মতো নির্বাচন দেওয়া যাবে না। কিন্তু শেখ হাসিনা ওই সময় তাকে (খালেদা জিয়া) ডেকেছিলেন। তিনি আসেন নাই। উল্টো টেলিফোনে খারাপ ব্যবহার করেছিলেন। নির্বাচনের ট্রেন তো আর কারও জন্য থেমে থাকবে না।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দিয়ে শেখ হাসিনার সরকার সে সময় সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। রুটিন দায়িত্ব পালন করবে। এই ব্যবস্থাতেই নির্বাচন হবে। এ মুহূর্তে এটাই শেষ কথা। অন্য কোনও দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। নির্বাচনে কে এলো আর কে এলো না এ দায় আওয়ামী লীগের নয়। আপনারা (বিএনপি) আসলে আসেন, না আসলে নাই। যদি মনে করেন এর ব্যত্যয় ঘটবে, তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস।’

ভারতের অর্থায়নে নির্মিতব্য এই বিবেকানন্দ ভবন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত সরকার এ ভবন নির্মাণে এগিয়ে আসায় তাদের আমি ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা (রামকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ) শেখ হাসিনার সরকারের কাছে এই ভবন নির্মাণে সাহায্য চাইলে উনি তো আপনাদের ফিরিয়ে দিতেন না। আপনাদের তাহলে মাত্র ৬ কোটি টাকার জন্য আর ভারতের কাছে হাত পাততে হতো না।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশন কার্যনির্বাহী কমিটির সভাপতি বিচারপতি গৌরগোপাল সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা  ঢাকা ৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো