X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বাঙালিদের যারা অশ্রদ্ধার চোখে দেখে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:১৪

ড. কামাল হোসেন

বাঙালিদের যারা অশ্রদ্ধার চোখে দেখে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবো বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার ( ১৫ ডিসেম্বর) বিকালে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, ‘বাঙালিরা নাকি গণতন্ত্র বোঝে না। না বুঝেই কি দেশের স্বাধীনতায় জীবন দিয়েছে? বাঙালিদের অশ্রদ্ধা করার কোনও সুযোগ নাই। দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলিল বানিয়ে দিয়ে গেছেন। সেখানে লিখে রেখে গেছেন প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক সব জনগণ। বঙ্গবন্ধুর দলিলের কথা যারা মানে না, তারা তাকে অশ্রদ্ধা করে।’

ঐক্যের ডাক দিয়ে এই সংবিধান প্রণেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জনগণের ঐক্যের বিজয় হয়েছে। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। নাহলে স্বাধীনতা বিপন্ন হবে। জনগণের শক্তি নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা অর্জন হয়েছে জনগণের ঐক্যের কারণে। আমার কোনও দলীয় পরিচয় নাই, আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। এ নিয়েই আমি গর্ব করি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে আজ  দুর্নীতির ছড়াছড়ি। আমাদের অনেক অভিযোগ। এই অভিযোগ থেকে মুক্তি পেতে হলে ঐক্যের কোনও বিকল্প নাই। আপনাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। দায়িত্ব পালন করতে হবে। কার সাহস আছে দেখতে চাই, কেউ বলুক ক্ষমতার শক্তির উৎস জনগণ না।’ 

দেশে আজ  ধর্ষণের ছড়াছড়ি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন খবরের কাগজে গুম-ধর্ষণ দেখলে আমার লজ্জা হয়। বাংলাদেশে ধর্ষণের মহামারি চলছে। অনেকেই বলে সব দেশেই হয়। সব দেশে যা হয়, তা আমার দেশে হওয়ার কথা না। দেশ স্বাধীন হওযার ৪৬ বছর পর ধর্ষণের মহামারি কি আমরা মেনে নিতে পারি?’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই ড. কামাল হোসেন  চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে তা সম্ভব হয়েছে।’ এসময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.)আবদুল মান্নানসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যান্য নেতা।

 

/এসও /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া