X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আ.লীগের বিজয় র‌্যালিতে নির্বাচনি আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৩২

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন। এই র‌্যালিতে দলের নতুন-পুরনো মনোনয়নপ্রত্যাশী নেতাদের ভিড় দেখা গেছে। তাদের নানা স্লোগানেও পাওয়া গেছে নির্বাচনের আমেজ।

আওয়ামী লীগের বিজয় র‌্যালি (ছবি: ফোকাস বাংলা) বিজয় র‌্যালিতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন সহকারে নেতাকর্মীরা অংশ নেন। দুপুর থেকেই তারা জড়ো হন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে। সুসজ্জিত ট্রাক, পিকআপ ভ্যান, ঘোড়ার গাড়িতে মঞ্চ সাজিয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে তারা বিজয় র‌্যালিতে যোগ দেন।

সুসজ্জিত ট্রাক, পিকআপ ভ্যান থেকে মাইক, লাউডস্পিকারে বাজানো হয় বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ, দেশাত্মবোধক গান, বিজয়ের গান। ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্যদের অনুসারীরা এসব ট্রাক, পিকআপ ভ্যান নিয়ে এসেছেন। জাতীয় পতাকা, দলীয় পতাকা, এমপিদের ছবি, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাজানো হয় এসব যানবাহন।

আওয়ামী লীগের বিজয় র‌্যালি (ছবি ফোকাস বাংলা) র‌্যালিতে অংশ নেওয়া নারীর লাল-সবুজ শাড়ি, ছেলেরা টি-শার্ট, লাল হলুদ ক্যাপ পরেন। র‌্যালিটি যখন ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছায় তখনও তার শেষ অংশ ছিল দৈনিক বাংলা মোড়ে। র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

এর আগে, বেলুন উড়িয়ে বিকাল ৩টা ১০ মিনিটে তিনি বিজয় র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।

বিজয় র‌্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা