X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মানুষ এখনও স্বাধীনতার সুফল পায়নি: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০০:১৩

বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ (ছবি: সংগৃহীত) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন,‘১৯৭১ সালে বিজয় হয়েছে একটি দেশের। বিজয় হয়েছে পতাকার। কিন্তু মানুষ এখনও স্বাধীনতার সুফল পায়নি।’ শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে দলের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এখানে ‘মহান বিজয় দিবস : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ।

মাওলানা ইউনুছ আরও বলেন, ‘খুন-গুম, হত্যা-ধর্ষণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্বাধীনতার ৪৬ বছর পরও জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে। এমন পরিস্থিতির জন্য মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রাম করেননি।’

সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিল (ছবি: সংগৃহীত) এদিকে দলটির ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শনিবার সকালে বিজয় দিবসের শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন জানান, বিজয় দিবসে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচি হিসেবে ছিল পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গল্প পাঠ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ