X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি নির্বাচন: মনোনয়ন-প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু, নির্লিপ্ত আ. লীগ-বিএনপি

পাভেল হায়দার চৌধুরী ও সালমান তারেক শাকিল
১৯ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২২:০৩

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচনে মনোনয়ন-প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হলেও আওয়ামী লীগ-বিএনপি এখনও নির্লিপ্ত। এই নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও স্থায়ী কমিটির কোনও বৈঠক হয়নি। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আওয়ামী লীগ নেতাদের কোনও আলোচনা হয়নি। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও প্রার্থী ইস্যুতে আনুষ্ঠানিক কোনও বৈঠক করেননি। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শীর্ষ নেতাদের কাছে আসছেন। কেমন প্রার্থী হওয়া উচিত, সে বিষয়ে তারা নিজেদের অভিমত তুলে ধরছেন। এর মধ্যে যেমন মনোনয়ন-প্রত্যাশীরা আছেন, তেমনি আছেন ত্যাগী নেতারাও। তারা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। চূড়ান্ত আলোচনায় সবার অভিমতকেই গুরুত্ব দিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানান নেতারা।
এরই মধ্যে রবিবার নির্বাচন কমিশন সচিবালয় মধ্য জানুয়ারিতে তফসিল ও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানায়। এই সম্পর্কে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ডিএনসিসি নির্বাচন নিয়ে নির্লিপ্ত হলেও নির্বাচন করা মতো সাংগঠনিক প্রস্তুতি আওয়ামী লীগ সবসময় নিয়ে রাখে বলেও এই নেতারা জানান। তারা জানান, প্রার্থীদের দৌড়ঝাঁপ রয়েছে, কিন্তু আওয়ামী লীগ এখনও প্রার্থী পছন্দ করতে পারেনি। তবে জনগণের পছন্দের প্রার্থী খুঁজে নিতে কাজ করছে আওয়ামী লীগ।
দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি। তবে ইসি তফসিল ঘোষণা করলে সাংগঠনিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের মধ্যে সবসময় থাকে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগই যোগ্য, দক্ষ ও জনগণের পছন্দের প্রার্থীকেই মনোনয়ন দেবে।’
এই প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে দলের কোনও পর্যায়ে আলোচনা হয়নি। তবে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করা নেতারা ও আওয়ামী লীগের ত্যাগী নেতারা মেয়র প্রার্থী নিয়ে তাদের অভিমত তুলে ধরছেন।’ তিনি বলেন, ‘আশা করি, ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ জনগণের পছন্দের প্রার্থীকেই মূল্যায়ন করবে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে কে প্রার্থী হবেন, না হবেন, সেই বিষয়ে এখনও দলীয় ফোরামে কোনও আলোচনা হয়নি।’ তিনি বলেন, ‘অবশ্যই ইমেজসম্পন্ন প্রার্থী খুঁজে বের করা হবে।’
ডিএনসিসি নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিক কোনও আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘প্রার্থী নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও আলোচনা শুরু হয়নি। ’
বিএনপি ও ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাদের আলোচনায় যেসব ব্যক্তির নাম উঠে এসেছে তারা হলেন, সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, ২০ দলীয় জোটের শরিক বিজেপি’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এছাড়া গত নির্বাচনে বিএনপি-মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল ও তার বাবা আবদুল আউয়াল মিন্টুর নামও রয়েছে এই আলোচনায়। এর বাইরে গুলশান এলাকায় বসবাস করেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তির নামও আলোচনায় এসেছে।
তবে বিএনপি নেতাদের আশঙ্কা, ইসি তফসিল ঘোষণা করলেও সরকার নির্বাচনের আয়োজন নাও করতে পারে। এক্ষেত্রে প্রার্থী মনোনয়নে আরও সময় নিতে চায় বিএনপি।
এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেখা যাক, সরকার কী করে। এখনই কিছু বলা সম্ভব নয়।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি