X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএনসিসিতে বিএনপি’র প্রার্থী তাবিথ: মিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ১২:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:২৫

আব্দুল আউয়াল মিন্টু ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নিবার্চনে মেয়র পদে তাবিথ আউয়ালই বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তাবিথ আউয়ালের বাবা আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘তাবিথ বয়সে তরুণ ও শিক্ষিত। দলও চায় তরুণরা রাজনীতিতে আসুক। সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপি দুপুরের দিকে  নির্বাচন বর্জন করলেও ওই সময় সে অনেক ভোট পেয়েছিল। তাই তাবিথই এবারও উত্তর সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী হবে।’

বুধবার (২৭ নভেম্বর) বকশীবাজর অস্থায়ী আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

প্রার্থী হিসেবে বিএনপি তাবিথকে চূড়ান্ত করেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘দল তরুণ নেতৃত্ব চায়। তাছাড়া গতবারও সে নিবার্চন করেছে। এবারও হয়তো তাই দল তাকেই মনোনয়ন দেবে।’

নিবার্চনে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে মিন্টু বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। রাতদিন আমি সময় দিতে পারবো না। তাছাড়া তাবিথ বয়সে তরুণ, শিক্ষিত। ও আমার চেয়ে ভালো কাজ করতে পারবে।’ তাবিথই ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেন মিন্টু।

প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে গত ১ ডিসেম্বর থেকে শূন্য হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদটি। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বিএনপি ও ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ডিএনসিসির আগের নির্বাচনের দলীয় প্রার্থী তাবিথ আউয়াল ছাড়াও উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, জোটের শরিক বিজেপি’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

 

/এন/টিআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া