X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি’র উপ-নির্বাচনে প্রার্থী হতে পারেন সাকি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ২২:৪১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪

জোনায়েদ সাকি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রার্থী হতে পারেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। দল ও দলের বাইরে তার প্রার্থিতার বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও বিষয়টি চূড়ান্ত হতে আরও  কিছুদিন অপেক্ষা করতে হবে। গণসংহতি আন্দোলন ও কয়েকটি বামদলের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিকে, বামদলগুলোর একটি সূত্রের দাবি, ডিএনসিসি’র উপ-নির্বাচনে এবার বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে সমন্বিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি।

সূত্রগুলো জানায়, সিপিবি-বাসদ ও বামমোর্চা বর্তমানে যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এক্ষেত্রে এই জোট থেকেই জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়া হতে পারে। ইতোমধ্যেই বামমোর্চা সাকিকেই এককভাবে সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করলেও সিপিবি-বাসদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বামদলগুলো।

জানতে চাইলে বামমোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আমরা তো আলোচনা করছি, বামমোর্চা-সিপিবি-বাসদ জোট থেকে একক  প্রার্থীকে সমর্থন দিতে, আশা করছি পারবো।’

সাইফুল হক আরও বলেন, ‘বামমোর্চায় জোনায়েদ সাকির বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করবো দুটো জোট থেকে একক  প্রার্থীকে সমর্থন দেওয়ার। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে দেখছি।’

নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, ‘দল ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গণসংহতি’র একাধিক সূত্র মতে, ডিএনসিসি নির্বাচনে জোনায়েদ সাকির প্রার্থিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন দলের নেতাকর্মীরা। ২০১৫ সালে ডিএনসিসি নির্বাচনে ‘আগামীর ঢাকা, সকলে মিলে’ শীর্ষক ব্যানারে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন জোনায়েদ সাকি। পরে নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলন ডেকে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল আগাম প্রত্যাখ্যান করেন তিনি।

বামপন্থী রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্রের দাবি, রাজপথে সক্রিয় বামদলগুলোর মধ্যে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থীকেই সমর্থন দেওয়া হতে পারে। এক্ষেত্রে গণতান্ত্রিক বামমোর্চার সাবেক সমন্বয়ক জোনায়েদ সাকিকেই এগিয়ে রাখছেন বামনেতারা।

তবে জোটগতভাবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না কোনও নেতা। প্রসঙ্গত,  গত নির্বাচনে সিপিবির হয়ে নির্বাচনে অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন।

এ বিষয়ে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেষ্টা করা হচ্ছে বামদের সমন্বিত প্রার্থী দেওয়ার। আমরা সম্মিলিতভাবেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি