X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচন হলে আ.লীগ নাই হয়ে যাবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯

 

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। তাই তারা নিরপেক্ষ নির্বাচন করতে ভয় পায়।’ শনিবার সকালে কৃষক দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আমরা ২০১৮ সালের নির্বাচনে যাবো। জনগণের সরকার গঠন করবো। অনেকেই বলে বিএনপি নির্বাচনে যাবে না। আমি বলতে চাই, খালেদা জিয়াকে নিয়ে আমরা ২০১৮ সালের নির্বাচনে জনগণের সরকার গঠন করবো।’
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহসচিব বলেন, ‘এই সরকার সম্পর্কে কী বলবো? বলার কিছু বাকি নেই। কোন খারাপ কাজটা তারা করেনি? আওয়ামী লীগ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেহায়ার মতো বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ সংবিধান কোন সংবিধান? যে পার্লামেন্টে ১৫৪ জন বিনা ভোটে জয়ী, সেই পার্লামেন্টে সংশোধন করে বানানো সংবিধান। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। পরিকল্পিতভাবে পার্লামেন্ট ধ্বংস করেছে। দলীয় লোক দিয়ে অযোগ্য ও অথর্ব একটি প্রশাসন তৈরি করেছে। যে প্রশাসনের লোকজন দুর্নীতি ছাড়া কিছুই বোঝে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে বিতাড়িত করেছে বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের অবদান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে। টাকা দিলেই প্রতিষ্ঠানের অনুমোদন মেলে। প্রধানমন্ত্রীর সততার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কনস্টেবলের চাকরি থেকে শুরু করে সবখানে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকী হাসপাতালকেও বিভিন্ন দলীয় কর্মসূচির জন্য চাঁদা দিতে হয়। সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে গেছে, আর প্রধানমন্ত্রী নাকি সৎ নেতা!’

/এসও/এমও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী