X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মান্না-মাহী!

সালমান তারেক শাকিল
৩০ ডিসেম্বর ২০১৭, ২০:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:৪৭

 

 ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রার্থী হচ্ছেন না। দল দু’টির  নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য জানা গেছে।

নাগরিক ঐক্যের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, মাহমুদুর রহমান মান্নার জায়গায় দলের অন্য একজন সিনিয়র নেতাকে প্রার্থী করা হবে। এমন সিদ্ধান্তই রয়েছে এখন পর্যন্ত নাগরিক ঐক্যে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে যুক্তফ্রন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন মাহমুদুর রহমান মান্না। যুক্তফ্রন্টের শরিক দলগুলো হচ্ছে, বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য ও জেএসডি। আগামী ৩ জানুয়ারি যুক্তফ্রন্টের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে নাগরিক ঐক্য’র একটি সূত্র  বলছে, মাহমুদুর রহমান মান্না প্রার্থী হওয়ার কথা প্রচার হলেই তার জামিনের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তার প্রার্থিতাকে কেন্দ্র করে তার বিষয়ে ক্ষমতাসীন দলটি নতুন করে আগ্রহী হয়ে উঠতে পারে। এ কারণেই তিনি প্রার্থী হবেন না।

ডিএনসিসি নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাগরিক ঐক্য প্রার্থী দেবে। যুক্তফ্রন্টে আলোচনার পর জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে পারি।’

এদিকে, বিকল্প ধারার একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ও ২০ দলীয় জোটের সমর্থন পেলে নির্বাচন করার সম্ভাবনা ছিল মাহী বি চৌধুরীর। তবে বিএনপির পক্ষ থেকে কোনও যোগাযোগ না থাকায় বিকল্প ধারার পক্ষ থেকেও কোনও যোগাযোগ করা হয়নি মাহীর বিষয়ে। অন্য একটি সূত্র জানায়, মাহী বি চৌধুরী প্রার্থী না হওয়ায় বামপন্থী একটি দলের প্রার্থীর জন্য সুবিধা হবে। সূত্রের যুক্তি, দু’জনই তরুণ হওয়ায় মাহীর ভোট ওই নেতার বাক্সে যেতে পারে। এক্ষেত্রে প্রকাশ্য সমর্থন প্রয়োজন হবে ওই বাম নেতার।

তবে ভোটের রাজনীতির হিসাব যাই হোক, ডিএনসিসিরি উপ-নির্বাচনে মাহী বি চৌধুরী প্রার্থী হচ্ছে না। এই প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি প্রার্থী হচ্ছি না।’

যুক্তফ্রন্ট নেতা মাহী বি চৌধুরী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি যুক্তফ্রন্টের একটি বৈঠক বারিধারায় অনুষ্ঠিত হবে। সে বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।’

উল্লেখ্য, মাহী বি চৌধুরী ২০১৫ সালের ডিএনসিসি নির্বাচনে ঈগল প্রতীকে প্রার্থী হয়ে ১৩ হাজার ৪০৭ ভোট পেয়েছেন।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি