X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছাত্রদলকে সমাবেশ করতে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৪:০২আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:১১

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন) ছাত্রদলকে অতিদ্রুত সমাবেশ করার জন্য সুযোগ দিতে প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেওয়া হয় সকালেই।

ছাত্রদলের সমাবেশে প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘সরকার চায় না, বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হোক। আওয়ামী লীগ ছাড়া আর কেউ তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করুক, তাও চায় না ক্ষমতাসীনরা। সরকার জরিপ করে জেনেছে, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে ও নির্বাচন সুষ্ঠু হলে তারা হেরে যাবে। এজন্যই সরকার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে এবং পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে।’

প্রশাসন ও কর্তৃপক্ষের যথাযথ অনুমতি পাওয়ার পরও গেটে তালা দেওয়া অন্যায় দাবি করে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান— স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) থেকে বলা হয়েছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ বাতিল হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গেলে তালা মেরে দেওয়া হয়। তাদের বলা হয়েছে, রাষ্ট্রপতি এই সড়ক দিয়ে যাবেন। তার নিরাপত্তার জন্য সমাবেশকে হুমকি ভাবা হচ্ছে।

এদিকে কুমিল্লার একটি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে  মির্জা ফখরুল বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না। খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশে কোনও নির্বাচন হবে না। তাই আমরা বলে আসছি, সংলাপ ও আলোচনার পরিবেশ তৈরি করুন। সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন।’

মির্জা ফখরুলের মন্তব্য— দেশে কোথাও স্বস্তি, শান্তি ও নিরাপত্তা নেই। তিনি মনে করেন, এই মুহূর্তে ক্ষমতা থেকে সরকারের চলে যাওয়া ও পদত্যাগ করা উচিত।  দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের অধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করতে হবে।’

মন্ত্রিপরিষদের রদবদল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাদের মাথাব্যথা। আমার ভাবনা হলো, আমি রাজনীতি করতে পারছি না। কথা বলার স্বাধীনতা পাচ্ছি না। শেষ মুহূর্তে এসে প্রতিটি সরকার এ কাজ করে। তারা মনে করে  কিছু রদবদল করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান,উপদেষ্টা আবদুল সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন উন নবী খান সোহেল।

এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা স্লোগান তুলে সমাবেশ বাস্তবায়ন করার দাবি জানাচ্ছেন। ছাত্রদল নেতা সায়মন কবির শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে কোনও মূ্ল্যে সমাবেশ করবো আমরা। এ সমাবেশে আমাদের নেত্রী খালেদা জিয়া অংশ নেবেন।’

/এসটিএস/এসএসএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!