X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তালা খুললো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪২

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন) ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের প্রবেশপথ অবশেষে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিলনায়তনের অভ্যন্তরে ঢুকতে শুরু করেন।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে মিলনায়তন খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য রাখবেন।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে এসে পৌঁছান খালেদা জিয়া। কিন্তু স্থায়ী কোনও মঞ্চ না থাকায় গাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

এদিকে মিলনায়তনের ঢোকার অনুমতি প্রাপ্তির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ মিলনায়তন বরাদ্দের টাকা নিয়েও ব্যবহার করতে দিচ্ছে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সমিতির সাধারণ সম্পাদক পালিয়ে গেছেন।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন) মঙ্গলবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেওয়া হয় সকালেই। এ কারণে সামনের চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এখানেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলেন তারা। একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়।

ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গতকাল (সোমবার) রাত থেকেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টায় সমাবেশ স্থলের এক কর্মকর্তা ফোন করে জানান, শাহবাগ থানার অনুমতি পেলে মিলনায়তনের গেট খোলা হবে। সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচার মনোভাব দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ