X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রদল-যুবদলের খবর রাখতে ‘গোয়েন্দা নিয়োগ’ করেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ০১:২০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০১:২০

ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের কাজকর্ম ও সাংগঠনিক কর্মসূচির বিষয়ে খোঁজ-খবর রাখতে ‘গোয়েন্দা নিয়োগ’ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে বিএনপির নেতারাও এই নজরদারির বাইরে থাকবে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউশন মিলনায়তনে ছাত্রদলের সমাবেশে এসব কথা বলেন বিএনপিপ্রধান।

বক্তব্য রাখছেন খালেদা জিয়া সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাজিব আহসান। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিন বার কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি সংগঠনটির ঐক্যের ওপর জোর দেন। বক্তব্যের মাঝখানে তিনি স্লোগানে নতুনত্ব আনার পরামর্শ দেন। শেষে আগের স্লোগান দেওয়ার কারণে তিনি গত বছরের মতো এবারও বিরক্তি প্রকাশ করেন।

খালেদা জিয়া বলেন, ‘তোমাদের স্লোগানের ধারা পরিবর্তন করতে হবে। জনগণের কি সমস্যা, মানুষের কি সমস্যা, সেগুলো নিয়ে তোমাদের স্লোগান তুলতে হবে। পুরনো স্লোগান চলবে না। একেক পরিস্থিতি, একেক সময়ে স্লোগান তৈরি হয়। এরশাদের সময়কার ডাইরেক্ট অ্যাকশন, আগুন জ্বালো –এগুলো এখন চলবে না। এখন দেশে অনেক সমস্যা। অনেক গুম হচ্ছে। তোমাদের ভাইয়েরা এখন খুন হয়েছে। তোমাদের বহুরকম স্লোগান আছে। সারাদেশের মানুষ অনেক খারাপ আছে। ভয়ে তারা ঘর থেকে বের হতে পারে না। জানে না, কখন কাকে ধরে নেবে।’

ছাত্রদলের নেতাকর্মীদের ভিশন-২০৩০ প্রস্তাবটি পড়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিএনপিকে জানতে-বুঝতে এটি পড়তে হবে। তবে তোমরা সত্যিকারের বিএনপিকে জানতে পারবে, কথাও বলতে পারবে। ওইসব বাজে স্লোগান দিলে ছাত্র নেতাদের নম্বর কাটা যাবে।’

একই প্রসঙ্গে খালেদা জিয়া আরও বলেন, ‘কে কোন পদে আসতে পারবে, ওইটা দেখে বিচার-বিশ্লেষণ হবে। শুধু চেহারা দেখালে আর ছবি উঠালেই হবে না।’ এসময় তিনি সামনের নেতাকর্মীদের মোবাইল ফোন দেখিয়ে বলেন, ‘ওই যে, বিরক্ত হয়ে গেছি এখন। ওই ১০-১২ জন লোক নিয়ে ছবি উঠালো। এরপর বললো, আমি রাস্তায় ছিলাম, আমি রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, মিছিল করেছি, এগুলো আর চলবে না।’ এসময় ছাত্রদলের নেতকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

খালেদা জিয়া যুক্ত করেন, ‘আমরাও বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আমরাও খবর রাখি, তোমরা কী করো। কিভাবে চলছো। কর্মসূচি দিলে কিভাবে তোমরা পালন করছো। সেগুলো দেখার জন্য আমরা গোয়েন্দা নিয়োগ করেছি। এর মধ্যে ছাত্র-যুবক ও বিএনপির নেতারা থাকবে। কেউ বাদ যাবে না (হেসে)। যাকে যে দায়িত্ব দেওয়া হবে, যে কাজ দেওয়া হবে, সে কাজ করতে হবে।’

খালেদা জিয়া বলেন, ‘বেশি করে তোমাদের পড়তে হবে। বিশেষ করে ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সমস্যা আছে। সেগুলো নিয়েও কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করতে হবে।’

/এসটিএস/এমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!