X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মওদুদকে কাদের: বহুরূপী ব্যারিস্টার সাহেব আপনাকে সবাই চেনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ২২:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২৩:০৩





বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে একটু ঝড়ঝঞ্ঝা শুরু হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিদেশে পালিয়ে যান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মওদুদ সাহেব, বহুরূপী ব্যারিস্টার সাহেব। আপনাকে সবাই চেনে। দেশে একটু ঝড়ঝঞ্ঝা শুরু হলে বিদেশে পালিয়ে যান। ভুয়া কাগজপত্র জমা দিয়ে অবৈধ বাড়ি রক্ষা করতে পারেননি। আদালতে ধরা পড়ে গেছেন। এই রকম লোকের হাতে দেশ নিরাপদ? এই লোক যদি আইনমন্ত্রী হন তাহলে এদেশের আইনের ১২টা বেজে যাবে।’
শুক্রবার বিকালে বনানী মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের বিজয় দিবসে আজ আমাদের শপথ নিতে হবে। আমাদের অঙ্গীকার বাংলাদেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। স্বাধীনতার আদর্শকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজ একদিকে জনগণের বিজয় দিবস, অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তির রাজনৈতিক আত্মহত্যা দিবস। বিএনপি রাজনৈতিক আত্মহত্যা দিবস পালন করছে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে আরেকবার আত্মহত্যা করতে হবে।’
পদ্মাসেতু নিয়ে বিএনপির চেয়ারপারসনের বক্তব্যের সমালেচনা করে কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জানেন না জোড়া দিয়ে সেতু করতে হয়। পিলারের ওপর স্প্যান বসছে। তার সঙ্গে পিলারের জোড়া দিতে হয়। তিনি যদি জানতেন তাহলে বেকুবের মতো এই বক্তব্য দিতেন না। তিনি আরও একটা বক্তব্য দিয়েছেন। সাবমেরিন নাকি ডুবে গেছে। হায়রে কপাল মন্দ! তিনি মুর্খের মতো কথা বলছেন। আরে সবামেরিন তো পানিতে ডুবেই থাকে। তিনি তা জানেন না।’
খালেদা জিয়ার মামলার সঙ্গে শেখ হাসিনার কোনও সম্পর্ক নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তার নামে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। দুদক মামলা করেছে। আর তার নেতারা বলেন সরকার বেগম জিয়ার নামে মামলা করেছে।’
নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সময় এবং স্রোত কারও জন্য বসে থাকবে না। নির্বাচনও বিএনপির জন্য বসে থাকবে না। ৫ জানুয়ারি ঠেকাতে পারেননি। এবারও পারবেন না।’

আরও পড়তে পারেন: নির্বাচনি ট্রেন বিএনপির স্টেশনে থামবে না: ওবায়দুল কাদের

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী