X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৫

 

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট, মহাজোট বা অন্য কোনও জোটভুক্ত হয়ে নির্বাচন করবে না ইসলামী ঐক্যজোট। এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

সমাবেশে দলের ঘোষণাপত্র পাঠকালে মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ‘‘নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে ইসলামী ঐক্যজোট জাতীয় নির্বাচনে দলীয়  ‘মিনার’ প্রতীকে অংশ নেবে। প্রয়োজনে নিজস্ব বলয়ে নিবন্ধিত-অনিবন্ধিত ইসলামি সমমনা অন্য দলগুলো নিয়ে জোট গড়ার  প্রচেষ্টা অব্যাহত রাখবে।’’

আব্দুল লতিফ নেজামী বলেন, ‘দেশের আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তাদের মনে ক্ষোভের সঞ্চার করছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ইসলামী ঐক্যজোট নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলবে, কোনও লেজুড়বৃত্তি করবে না।  আমরা প্রাথমিকভাবে ৩০০ আসনের প্রার্থীর তালিকা করেছি। অচিরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’  তিনি বলেন, ‘যারা মানিলন্ডারিং করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।  দেশের মানুষের টাকা যারাই পাচার করবে, আওয়ামী লীগ-বিএনপি জানি না, তাদের বিচার হতেই হবে। সৌদি আরবসহ যেসব দেশে টাকা পাচার হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেসব দেশ থেকে টাকা ফেরত  আনার ব্যবস্থা করতে হবে।’

কওমি মাদ্রসার সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দলের ভাইস চেয়ারম্যান  মাওলানা আবুল হাসনাত আমিনী। তিনি বলেন, ‘স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু অবিলম্বে  জাতীয় সংসদে  আইন পাস করেতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই ২০ দলীয় জোট ত্যাগ করেছি। অনেকে বলেন, আমরা ২০ দলীয় জোট ছেড়ে ভুল করেছি। ২০ দলীয় জোট ছাড়ার পর হাই কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরেছে, পাঠ্যসূচি থেকে নাস্তিক্যবাদী লেখা সরেছে, কওমি সনদের স্বীকৃতি মিলেছে।’

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!