X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি উপ-নির্বাচন: যে কৌশল থাকছে আ.লীগ-বিএনপি’র

পাভেল হায়দার চৌধুরী ও সালমান তারেক শাকিল
০৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫৩

ডিএনসিসি উপ-নির্বাচন: যে কৌশল থাকছে আ.লীগ-বিএনপি’র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি। ডিএনসিসি মেয়র হিসেবে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনতে নিজ নিজ পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বিরোধী দল বিএনপি।
প্রয়াত মেয়র আনিসুল হকের উন্নয়ন কর্মকাণ্ড ও অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করার বিষয়টিকে সামনে রাখার কথা ভাবছে ক্ষমতাসীন দল। আর বিএনপি মনে করছে, খালেদা জিয়ার চলমান মামলার মধ্যে প্রার্থীকে নিয়ে ভিন্ন চিন্তা করার সুযোগ কম। এ কারণে প্রার্থী জিতিয়ে আনতে স্বয়ং খালেদা জিয়াকে ২০১৫ সালের মতো আবারও ভোট চাইতে নামার অনুরোধ করা হবে। পাশাপাশি সরাসরি ভোটারদের কাছে বেশি করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি’র সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল।
ডিএনসিসি’র প্রয়াত মেয়র আনিসুল হকের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরা ও তার গৃহীত উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য নগরবাসীর কাছে ভোটের আবেদন করবে আওয়ামী লীগ। এটাই হবে এবারের ডিএনসিসি নির্বাচনে ক্ষমতাসীনদের অন্যতম নির্বাচনী রণকৌশল।
আওয়ামী লীগের নির্বাচনী রণকৌশলের মধ্যে আরও রয়েছে বিভিন্ন শ্রেণিপেশার স্বনামধন্য ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় অন্তর্ভুক্ত করা। এছাড়া আওয়ামী লীগের অনুসারী ভাবমূর্তি সম্পন্ন সুশীলদেরও প্রচারণায় নামানোর রণকৌশল রয়েছে দলটির। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। তারা জানিয়েছেন, এজন্যই প্রার্থী হিসাবে স্বনামধন্য ব্যবসায়ী প্রার্থীর দিকে ঝুঁকেছে আওয়ামী লীগ। মেয়র হিসেবে আনিসুল হক সফল হওয়ায় পরবর্তী মেয়র ব্যবসায়ী হলেই উত্তরের ভোটাররা গ্রহণ করবে বলে ধারণা দলটির শীর্ষপর্যায়ের। তাই মোটামুটি ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারক শেখ হাসিনা দলীয় ফোরামের দুটি সভায় আতিকুলকে নিয়ে আলোচনা করেছেন, খোঁজখবর নিয়েছেন। নৌকার প্রার্থী হিসেবে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন এই ব্যবসায়ী নেতা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রণকৌশল একটাই, তা হলো দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করে আনা। প্রার্থী চূড়ান্ত করে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে রণকৌশল চূড়ান্ত হবে। প্রয়াত মেয়র ঢাকা উত্তর সিটির যেসব উন্নয়ন করেছেন ও যেসব উন্নয়ন কর্মকাণ্ড অসমাপ্ত রেখে গেছেন সেই প্রচারণাই চালাবে আওয়ামী লীগ।’

এদিকে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে দলীয়ভাবে খালেদা জিয়াকে নিয়ে গণসংযোগ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এছাড়া রানা প্লাজা ধসের সময় বিজিএমেএ’র দায়িত্বে থাকাকালীন আতিকুর ইসলামের বক্তব্যকে সামনে আনা হবে। তবে এটি বিএনপির প্রার্থী সরাসরি না বললেও দলীয় অনুসারীরা বিষয়টিকে সামনে তুলে ধরবে।

বিএনপি সূত্রগুলো বাংলা ট্রিবিউনকে জানায়, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার হাজিরার দিনে নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টিকে রেখে গণসংযোগে নামবে বিএনপি। এক্ষেত্রে মামলার বিষয়টিকে মাথায় রেখেই পরিকল্পনা কৌশল নির্ধারণ করছে দলটি।’

যদিও বিএনপি নেতারা বলছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন— ভোটের অধিকার জনগণ ভোগ করতে পারবে কিনা। এই জায়গাটি নিশ্চিত হতে পারলে ঢাকার মানুষ বিএনপির প্রার্থীকেই বেছে নেবে বলে আত্মবিশ্বাস তাদের।’

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির কৌশল সমস্যা নয়, প্রার্থীও সমস্যা নয়। বরং ইলেকশনের প্রক্রিয়া কী হবে, তা বিবেচ্য বিষয়। আমাদের প্রার্থী শিক্ষিত, যার গ্রহণযোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের ভাষ্য, ‘আমাদের কৌশল নিয়ে ভাবছি না। জনগণের ওপর আমরা পুরো আস্থাশীল। ভোট নিয়ে ভাবছি না। ভোট দিতে দেবে কিনা, সেই ব্যবস্থা থাকবে কিনা, এসব নিয়ে চিন্তা করছি আমরা।’

২০১৫ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন দুপুরেই প্রার্থীতা প্রত্যাহার করেছিল বিএনপি। কারচুপির অভিযোগ এনে দলটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। সেই প্রসঙ্গ টেনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই। তবুও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে যাই। এখন দেখার বিষয় নির্বাচন সুষ্ঠু হয় কিনা।’

কৌশলের বিষয়ে জানতে চাইলে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৌশল বানাচ্ছি। আমরা রাজনীতিতে ইতিবাচক ধারার চর্চা করতে চাই। চালচলনে ও প্রচারে কোনও সময় প্রতিপক্ষকে ভিন্ন কোনও বিষয়ে বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিপক্ষ ভবিষ্যত নিয়ে কোনও বিষয়ে কথা বললে তা নিয়ে নিশ্চয়ই কথা হবে।’

ডিএনসিসি নির্বাচনে বিএনপির এই সম্ভাব্য প্রার্থীর কথায়, ‘ইতোমধ্যেই কৌশলগত চূড়ান্ত পর্যায়ে আছি। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে প্রচারের কাজ শুরু করার অপেক্ষায় আছি। আমার ইচ্ছা, যত বেশি সম্ভব সরাসরি জনগণের সঙ্গে কথা বলা। বিগত নির্বাচনের পুরো অভিজ্ঞতা কাজে লাগাবো, আমরা অতীত অভিজ্ঞতার পুরোটাই মাথায় রাখবো। আশা আছে হারবো না।’

তাবিথ আউয়াল যোগ করে বললেন, ‘আশা করছি, ম্যাডাম (খালেদা জিয়া) মাঠে নামবেন। এবার সরাসরি দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ পাবো। চেয়ারপারসন নিজেই প্রতীক। ফলে উনি যেখানে দাঁড়াবেন সেখানেই ছন্দ আসবে।’

এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা করা হয়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়