X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনকালীন সরকার নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মন্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে নির্বাচনকালীন সরকার গঠন সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারের কথা বলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী মূলত সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচনকালীন কোনও সরকার গঠনের ব্যবস্থা সংবিধানে নেই। তাই কথাটা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি।’ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদের ভাষ্য, ‘জাতির প্রত্যাশা ছিল, আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ করা যায় সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু একটা বলবেন। কিন্তু এ নিয়ে তিনি কিছুই বলেননি। তিনি একতরফা ভাষণ দিয়েছেন। এই ভাষণে দেশের সত্যিকারের চিত্র তুলে ধরা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি।’
ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরা উন্নয়নের সমালোচনা করেছেন মওদুদ। তার বক্তব্য— ‘যে উন্নয়নের মেলার কথা বলা হয়েছে, তা দুর্নীতির মেলা। বড় বড় প্রকল্প মানেই বড় বড় কমিশন। এই যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এসব তদারকি করেন কে? নির্দ্বিধায় জনগণের অর্থ লুণ্ঠন করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট। সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা