X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘সরকারের পতনের সময় চলে এসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৪৪

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন  আমীর খসরু মাহমুদ চৌধুরী শিগগিরই  সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘উন্নয়ন মেলার পরই আওয়ামী লীগ সরকারের পতনের সময়ও চলে এসেছে।’ রবিবার (১৪জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সাপ্তাহিক ‘জয়যাত্রা’র নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি।

সরকারের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘উন্নয়ন দিয়ে ক্ষমতায় থাকা যায় না। শুধু উন্নয়নই যদি ক্ষমতায় থাকার মূল বিষয় হতো, তাহলে আইয়ূব খানের পতন হতো না। ভোটাধিকার কেড়ে নিয়ে, কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে কোনও স্বৈরশাসকই ক্ষমতায় টিকে থাকতে পারে না। আপনারাও পারবেন না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংবিধানের দোহাই দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে। জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হয়, এবারও করতে হবে। সংবিধান কোনও ঐশী বাণী নয় যে, এটা পরিবর্তন করা যাবে না। ’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীন বাংলাদেশে সংধিানকে প্রথম ক্ষতবিক্ষত করেছিল আওয়ামী লীগই। তারাই সংবিধানের দেওয়া  গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। আজ আবারও সংবিধানের দোহাই দিয়ে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে নিজেদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে অপশাসন চলছে, তা ১/১১-এর সেনা-সমর্থিত সরকারের অপশানেরই ধারাবাহিকতা মাত্র। আওয়ামী দুঃশাসনে আজ গণতন্ত্র ধ্বংস প্রায়। জনগণের ভোটাধিকারসহ প্রায় সব অধিকারই কেড়ে নিয়েছে সরকার। এ অবস্থায় দেশ চলতে পারে না।’ 

সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, সাংবাদিক ও কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন