X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জিতবেন তাবিথ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:০৫

রুহুল কবির রিজভী আহমেদ (ছবি: নাসিরুল ইসলাম) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন সুষ্ঠু হলে দলটির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন তাবিথ আউয়াল– এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে কথা বলেন।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের ভাষ্য, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) আন্তরিক হলে তাবিথ আউয়াল এবার জনগণের বিপুল ভোট পেয়ে জিতবেন।’
তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে রিজভীর বক্তব্য হলো– ‘তিনি অত্যন্ত সহৃদয়, সদালাপী, নম্র ও অন্যের প্রতি আন্তরিক। জনগণের সঙ্গে মিশে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তিনি। ফলে তার হাত ধরে আধুনিক ঢাকা গড়া সম্ভব বলে জনগণ বিশ্বাস করে। ডিএনসিসি নির্বাচনে ২০ দলীয় জোটসহ সাধারণ জনগণকে তাবিথ আউয়ালের পাশে দাঁড়াতে ও তাকে ভোট দিতে বিএনপি’র পক্ষ থেকে আমি আহ্বান জানাই।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুটি মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে ও জামিন নিতে হচ্ছে– এসব তথ্য জানিয়ে রিজভী শঙ্কা প্রকাশও করেছেন। তার মন্তব্য, এসব অনাচারমূলক পরিস্থিতি সৃষ্টি করে সরকার ডিএনসিসি নির্বাচন আদৌ সুষ্ঠু করবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।
ইসি’র প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সিইসিসহ নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি– ডিএনসিসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত রাজনৈতিক সহাবস্থান তৈরির পদক্ষেপ নিন। ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা যাতে নির্ভয়ে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই পরিবেশ দিন। সেনাবাহিনী মোতায়েন করে ভয়-ভীতিমুক্ত নির্বাচনি পরিবেশ তৈরি করুন। কারণ এখন পর্যন্ত নির্বাচনি মাঠে সুষ্ঠু পরিবেশের কোনও আলামত নেই।’

রুহুল কবির রিজভী যোগ করে বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সংকীর্ণ দলীয় চিন্তার বাইরে একধাপও ফেলেন না। বিরোধী দলকে তিনি শত্রু ভাবেন এবং বিরোধী মত ও সমালোচনায় তিনি অস্থির হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। সুতরাং এ ধরনের মনোবৃত্তির প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখনোই কোনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তার কোনও গণতান্ত্রিক চেতনা নেই। আর গণতান্ত্রিক চেতনা ছাড়া মানবিকতা, সুষ্ঠু নির্বাচন অসম্ভব।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ