X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আ.লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা রাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:২৪

আ.লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে তার নাম জানানো হবে। তার আগে সন্ধ্যায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। তারপর ঘোষণা করা হবে প্রার্থীর নাম।

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডিএনসিসি উপনির্বাচন। এই ভোটকে সামনে রেখে গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন এটি সংগ্রহ করেছেন। দলটির নীতিনির্ধারকরা জানান, যে ক’জন মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে আতিকুল ইসলাম ও এইচবিএম ইকবাল আলোচিত। বাকিদের সম্ভাবনা নেই বললেই চলে।

মনোনয়নপত্র সংগ্রহ করা আগ্রহীদের তালিকায় আরও আছেন কবি রাসেল আশিকী, ব্যবসায়ী আদম তমিজি হক, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক শাহ আলম, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

অন্যরা হলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামীম হাসান, ব্যবসায়ী আবেদ মনসুর, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি, জামান ভূঞা, আসমা জেরিন ঝুমু।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে দলটি। দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের কথা জানানো হয়।

এদিকে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সর্বোচ্চ পর্যায় থেকে সংকেত পেয়ে ভোটের জন্য জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আতিকুল ইসলাম। তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে জনসংযোগের পরামর্শ পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী আগে যাকে সবুজ সংকেত (আতিকুল ইসলাম) দিয়েছিলেন, তিনিই আমাদের চূড়ান্ত প্রার্থী হবেন মনে হচ্ছে।’

তবে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী আতিকুল ইসলামকে কাজ চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। কিন্তু তাকে কোনও সিদ্ধান্ত জানাননি।

এবারের ভোটের লড়াইয়ে দাঁড়াতে হলে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ জানুয়ারি। আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ডিএনসিসি মেয়র পদ পূরণে এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!