X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকা বাবদ ইসির টাকা আদায়, প্রতিবাদ জানালেন সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯

প্রার্থী হওয়ার আগেই ভোটার তালিকার সিডি বাবদ নির্বাচন কমিশনের (ইসি) টাকা আদায়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে বাম-গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলো মনোনীত প্রার্থী জোনায়েদ সাকি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে সাকিসহ তার সঙ্গে উপস্থিত কয়েকজন সিনিয়র নেতা এই প্রতিবাদ জানান।

মনোনয়নপত্র সংগ্রহের পর কথা বলছেন জোনায়েদ সাকি জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহ করার সময় কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তার আওতাধীন প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে সিডি সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ডিএনসিসি উপ-নির্বাচনে একজন মেয়র প্রার্থীকে ৫৪টি ওয়ার্ডের জন্য ৫৪টি সিডি সংগ্রহ করতে হবে। সাধারণ আসনের প্রার্থীকে একটি করে ও সংরক্ষিত আসনের প্রার্থীকে ৩টি করে সিডি সংগ্রহ করতে হবে। প্রতিটি সিডির মূল্য ৫০০ টাকা। এ হিসেবে মেয়র প্রার্থীকে সিডি বাবদ ২৭ হাজার টাকা, সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীকে ৫০০ টাকা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীকে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হচ্ছে।

এর প্রতিবাদ জানিয়ে জোনায়েদ সাকি রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের উদ্দেশে বলেন, ‘আমরা এখনও প্রার্থী হইনি। মাত্র মনোনয়নপত্র সংগ্রহ করলাম। এরমধ্যেই ভোটার তালিকার সিডি বাবদ ২৭ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? অথচ আগে নির্বাচন কমিশনা বিনা পয়সার প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহ করতো।’

জবাবে রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে প্রত্যেক প্রার্থীর জন্য ৫০০ টাকা করে ধরা হয়েছে। সব প্রার্থীকেই এই টাকা দিতে হবে, এখানে কমিশনের করার কিছুই নেই। ভোটাররা যাদের ভোট নিয়ে নির্বাচিত করেছেন তারাই এই আইন প্রণয়ন করেছে। আমরা সেই আইন অনুযায়ী চলি।’

তখন বাম নেতারা বলেন, ‘আমরা এর পরিবর্তন চাই। আমরা এর প্রতিবাদ করবো। আমাদের অবস্থান জানালাম। আমরা এ বিষয়ে কথা বলবো।’

এসময় রিটার্নিং অফিসার ভিন্ন প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনারা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দয়া করে কেউ ৫ জনের বেশি আসবেন না। আইনের বাধ্যবাধকতা আছে। এই নিয়মগুলো মেনে চলবেন। এছাড়া যেকোনও প্রয়োজনে নির্বাচনি গাইডলাইন অনুসরণ করবেন।’ এছাড়া নির্বাচনকালীন সময় কমিশনের পক্ষ থেকে ‘হেল্প ডেস্ক’ খোলা হবে বলেও জানান আবুল কাশেম।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাকি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই নির্বাচন কমিশন কোনও দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে সমান সুযোগ যেন বিনষ্ট না করে।’

গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়কারীর ভাষ্য, ‘ঢাকাকে বাঁচাতে হবে। দুই দলীয় রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করতেই আমরা মেয়র নির্বাচন করছি।
আরও পড়ুন: ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না’

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া