X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশেই ডিএনসিসি নির্বাচন স্থগিত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৫৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশ করেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন (ডিএনসিসি) স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য করে ফখরুল বলেন, ‘নির্বাচনের যে আইন ও কাজগুলো আছে, সেগুলো না করেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতেই প্রমাণিত হয় বর্তমান নির্বাচন কমিশন যোগ্য নয় এবং সরকারের আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশ করেই তারা এই কাজটি করেছে। এটা স্পষ্ট, ডিএনসিসি নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত ছিল। ফলে তারা (সরকার) যোগসাজশ করে এই রিট করে নির্বাচন স্থগিত করেছে।’

বিএনপির নেতার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হয়েছে, আওয়ামী লীগের এ অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা মূল তাদের অপরাধ এড়িয়ে যাওয়ার বক্তব্য। কে রিট করেছে এটা তো বড় কথা নয়। মামলা কেন হয়েছে এবং নির্বাচন কেন স্থগিত হলো? কারণ ঢাকা সিটি করপোরেশনে নতুন যে ইউনিয়নগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোর সীমানা নির্ধারণ করা হয়নি। ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। যার ফলে ডিএনসিসি নির্বাচন স্থগিত হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনা, সমঝোতা না করে নির্বাচনকালীন সময়ে যদি একটা সমান্তরাল মাঠ তৈরি করা না যায় এবং খালেদা জিয়াকে মুক্ত রেখে সব দলকে সমান সুযোগ না দেওয়া হয়, তাহলে নির্বাচন হবে না বলে আমরা মনে করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে গণতন্ত্র জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন সেই গণতন্ত্র আজ আওয়ামী লীগ হরণ করে নিয়ে গেছে। সেই গণতন্ত্রকে আজ তারা (আওয়ামী লীগ) ছিন্ন-ভিন্ন করেছে। ফলে দেশের মানুষ আবারও অবরুদ্ধ হয়ে গেছে। তাই আজ আবারও আমরা এখানে শপথ নেবো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।’

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের জন্মদিবস উপলক্ষে তার কবর প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ নেতা শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, রুহুল কুদ্দুস তালকদার দুলু, সাখাওয়াত হোসেন জীবন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, আমিনুল হক এবং নেওয়াজ আলী নেওয়াজ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনে বিএনপি বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে।  কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে।  

আরও পড়ুন- 

ডিএনসিসি নির্বাচন স্থগিত সরকার-ইসির যৌথ প্রযোজনা: রিজভী


‘বিএনপির ষড়যন্ত্রেই ডিএনসিসির উপনির্বাচন স্থগিত’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!