X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকার সংসদ নির্বাচন না করার পাঁয়তারা করছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৫:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:০১

সরকার সংসদ নির্বাচন না করার পাঁয়তারা করছে: ফখরুল সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন না করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সরকার কখনই নির্বাচিত হতে পারবে না।’

বুধবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। জনগণের ভোট দেওয়ার ন্যূনতম অধিকার, কথা বলা ও লেখার, সংগঠন করার, রাস্তায় বের হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। এমনকি খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন ৫০-৬০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের উদ্দেশ্য একটাই, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। আমরা আবারও বলছি, এই অবস্থা চলবে না, চলতে দেওয়া হবে না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না জেনে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। আজ তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এ জন্য তারা বিভিন্ন অজুহাতও সৃষ্টি করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছিল। যে ব্যবস্থায় তিনটি নির্বাচন হয়েছে সেটা কেন বাতিল করা হলো? আপনারা (সরকার) নিরপেক্ষ সরকার না দিয়ে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চান কেন?’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকারের অধীনে  যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা  নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড ও সমান সুযোগ দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। যতই নির্যাতন করুন, গ্রেফতার করুন, হত্যা-গুম করুন না কেন নিরপেক্ষ সরকারের দাবি থেকে জনগণকে সরাতে পারবেন না।’

ঢাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা আওয়ামী লীগের চরিত্র, এটা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয়। তারা বহুবার শিক্ষক ও ছাত্রদের মেরেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখনই বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই ছাত্রলীগ হাতিয়ার নিয়ে গণতন্ত্রকামী মানুষের ওপর আক্রমণ করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশ-সমাজ-রাষ্ট্র ছাত্রলীগ জোর করে ক্ষমতা দখলে রাখতে চায়। কিন্তু তারা তা পারবে না। এর অবসান হবেই। এ দেশের মানুষ নিঃসন্দেহে তাদের পরাজিত করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

আরও পড়ুন:
উপাচার্যের মদতেই ঢাবি’র সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা: রিজভী

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা