X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি পদে প্রার্থিতা নিয়ে আলোচনা নেই জাপায়

সালমান তারেক শাকিল
২৬ জানুয়ারি ২০১৮, ০২:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১১:০২

জাতীয় পার্টি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনও সম্ভাবনা নেই জাতীয় পার্টির। এমনকি সংসদে বিরোধী দল হিসেবে থাকলেও বিষয়টি নিয়ে আলোচনাও হয়নি দলটির মধ্যে। জাপার সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে।

জাপার নেতারা বলছেন, সংসদে তাদের আসন মাত্র ৩৯টি। এক্ষেত্রে প্রার্থী দিলেও জেতার কোনও সম্ভাবনা নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি হিসেবে। নির্বাচনে প্রার্থী দেওয়া-না দেওয়া নিয়ে আলোচনাও নেই জাপায়।

জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন কয়েক বছর। ১৯৮৩ সালে নির্বাচিত সরকারের অধীনে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং সামরিক শাসন জারির মাধ্যমে দেশ শাসন করেন। ১৯৮৬ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালে গণবিক্ষোভের মুখে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে গত দুদিন ধরে হুসেইন মুহম্মদ এরশাদকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। দলের কো-চেয়ারম্যান জিএম কাদের এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান জানতে পারেন। আমার মনে হয় না, প্রার্থী দেবেন।’

জাপার প্রেসিডিয়ামের সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি জানি না। এটা স্যার জানেন। আমাদের প্রার্থী দিলে বিজয়ী করা তো মুশকিল। দলেও কোনও আলোচনা নেই।’

প্রেসিডিয়ামের আরেক সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, ‘এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। আমি জানি না। এটা দলের বৈঠকে আলোচনা হলে বলা যাবে।’

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি