X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এটা প্রতিহিংসার রায়: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১১

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার দল বিএনপি। এই রায়কে ‘প্রতিহিংসার’ রায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভয়ঙ্করভাবে নীলনকশা করেছে সরকার। খালেদা জিয়া থাকলে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে। এ কারণেই তার প্রতি প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এই রায় দেওয়া হয়েছে।’

বেলা পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক বিষাক্ত পরিবেশে আছি আমরা। পৃথিবীর কোথাও এরকম বিচারের নজির নেই। শুধু জনগণ, দল ও মানুষের জন্য যিনি কাজ করেছেন তার প্রতি ভোটারবিহীন সরকারের প্রতিহিংসার এই রায়। এটি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য, চাকরি রক্ষার্থে এই রায়। এই রায়ের প্রতি ধিক্কার, নিন্দা জানাচ্ছি। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।'  

এসময় কান্নায় ভেঙে পড়েন রিজভীসহ বিএনপি'র নেতাকর্মীরা। পরে রিজভী আরও বলেন, 'এ রায় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সরকার মনের মধ্যে যে বিষ পোষণ করেছিল তা এ রায়ের মধ্য দিয়ে প্রতিফলন ঘটিয়েছে। জনগণ এ রায় প্রত্যাখান করছে।'

রিজভী বিএনপির নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা রাস্তায় নেমে আসুন। গণতন্ত্রের আওতার মধ্যে, আইনের সীমার মধ্যে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। নিজেরা বুলেট বরণ করবেন। কিন্তু কাউকে আঘাত করবেন না। আপনাদের মুষ্টিবদ্ধ হাতই প্রতিবাদের জন্য যথেষ্ট। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।’

/এসটিএস/এসএস/এসএসএ/এসটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক