X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রায়ে আ. লীগের সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার কিছু নেই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৬

 

 

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে আওয়ামী লীগের সন্তুষ্ট অথবা অন্তুষ্ট হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এ রায় একজন দুর্নীতিবাজ ও আদালতের বিষয়। এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো— দেশে বিচারব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ। আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’







বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই রায় আওয়ামী লীগ বা বিএনপি’র মধ্যকার কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা আদালত ও দুর্নীতিবাজের মধ্যকার বিচারের বিষয়। ফলে এখানে আওয়ামী লীগের সন্তুষ্টি বা অসন্তুষ্টির কিছু নেই।’
হাছান মাহমুদ বলেন, ‘আজ এই রায়কে ঘিরে বিএনপি’র নেতাকর্মীরা সারাদেশে একটি ভয়ের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টাও করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তারা নাশকতা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘আজ এই রায়ের দিন খালেদা জিয়ার গাড়ি বহর আদালতে যাওয়ার সময় তার দলের নেতাকর্মীরা নাশকতার যে চেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়ে নাশকতা করার যে চেষ্টা করা হয়, তাতে প্রমাণ হয়, বিএনপি এই বিচারকে বাধগ্রস্ত করার জন্য এবং রায়ের প্রক্রিয়াকে ভণ্ডুল করার পরিকল্পনা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে বিএনপি’র নেতকর্মীরা তাদের ষড়যন্ত্র সফল করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিমুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী