X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাঁচ স্বজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১

পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক (ফাইল ছবি) কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন তার বড় বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। দেখা করে পাঁচটা ৫৫ মিনিটে তারা বের হয়ে আসেন। বের হওয়ার সময় মিডিয়া কর্মীরা অনুরোধ জানালেও তারা কোনও কথা বলেননি। গেটে গাড়িও থামাননি।

এই গাড়িতে করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার স্বজনরা। কারাগারের সামনে থেকে তোলা পরে এডিশনাল আইজি প্রিজন কর্নেল ইকবাল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, সেলিনা ইসলামের সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নে অভিক ইস্কান্দার, মো. হাসান এবং একটি শিশু। এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন। চলাফেরা, খাওয়া-দাওয়া সবই ঠিকঠাক আছে।’

এর আগে কারা ফটকে দায়িত্বরত পুলিশের এসআই আরিফ জানান, বিকাল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার স্বজনরা ভেতরে ঢুকেছেন। সাড়ে পাঁচটা পর্যন্ত কথা বলার সময় পাবেন তারা।

গত ৯ ফেব্রুয়ারিও সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন।

গত ৮ ফেব্রুয়ারি এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিনই বন্ধ হয়ে যাওয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়।

 

 

 

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা