X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে কারাগারে রেখেছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৬

শহূীদ মিনারে বিএনপি নেতারা মিথ্যা মামলা দিয়ে সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় দলের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি। পরে বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যান।  

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিএনপি চেয়ারপারসনকে ছাড়া এই মহান দিবস পালন করছি। মিথ্যা মামলা দিয়ে এই সরকার দেশনেত্রীকে কারাগারে রেখেছে। বিএনপি একুশের চেতনায় বিশ্বাসী বলেই আজকের দিনটি পালন করছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য প্রক্রিয়া চলবে।’

শহূীদ মিনারে বিএনপি নেতারা

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান  ইনাম আহমেদ,  বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।

এর আগে মঙ্গলবার বিএনপি জানায়, ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে যাবে না তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত থাকলে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতেন। যেহেতু তিনি কারাগারে, তাই আমরা এবার প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছি না। তবে সকালে দলের মহাসচিবসহ অন্য নেতারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।’

মঙ্গলবার মির্জা ফখরুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

 

 

/এসও/এসটি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা