X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘খালেদা জিয়ার ক্ষতি করতে পারেননি প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৪

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট অতিথিরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কোনও ক্ষতি করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার কোনও ক্ষতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পারেননি। তিনি (খালেদা জিয়া) আগে ছিলেন দেশনেত্রী, আর তাকে কারাগারে নেওয়ার কারণে এখন তিনি সারাদেশের মানুষের মা হয়ে গেছেন। আজ সারাবিশ্ব বলছে, প্রধানমন্ত্রী এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছেন।’
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দেওয়ার পেছনে সরকারের একমাত্র কারণ, শেখ হাসিনা এক ব্যক্তির শাসনব্যবস্থা কায়েম করতে চান। কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হবে না। বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রেখে আর কোনও নির্বাচন বাংলাদেশে হবে না। গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপি দুর্বার আন্দোলন করবে।’
আলোচনা সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা তাদের নাম মাইকে ঘোষণা করা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্ত হয়ে বসার নির্দেশ দেন। তিনি বলেন, নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে সবার নাম ঘোষণা করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করছেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, এনাম আহমেদ চৌধুরী, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, আতাউর রহমান ডালি, হাবীবুর রহমান হাবীবসহ বিএনপি ঢাকা মহানগর, যুবদল, মহিলা দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
আরও পড়ুন-
সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

/এএইচআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়