X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘গণতন্ত্র রক্ষার আন্দোলন করায় খালেদা জিয়া কারাবন্দি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২০

আলোচনা সভায় বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন (ছবি- ফোকাস বাংলা)

দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ বাক্সবন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া বাক্সবন্দি গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলন করায় তাকে কারাবন্দি করা হয়েছে। এ নিয়ে আজ বিশ্ব উদ্বিগ্ন।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। তারা আবারও ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এজন্য মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপারসনকে কারাগারবন্দি করা হয়েছে।’

কারাগারবন্দি করায় খালেদা জিয়া দেশনেত্রী থেকে আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছেন দাবি করে তিনি আরও বলেন, ‘শিগগিরই খালেদা জিয়া ছাড়া পাবেন। এরপর তাকে সামনে রেখে আমাদের আরও বড় আন্দোলন করতে হবে। আর সে আন্দোলন হবে নিরপেক্ষ সরকারের দাবিতে।’

বিএনপির স্থায়ী কমিটির আরও এক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যে কোনও ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে একের পর এক ভুল করে। আজ আওয়ামী লীগ সরকারও তা করছে। খালেদা জিয়াকে কারাগারবন্দি করে আওয়ামী লীগ তাকে দেশনেত্রী থেকে নেলসন ম্যান্ডেলা বানিয়ে দিয়েছে।’

আলোচনা সভায় খালেদা জিয়াকে নিয়ে ‘ও মা, আমার মা, আপসহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা’ শিরোনামে একটি গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। এসময় মিলনায়তনে উপস্থিত নেতারা মুহুর্মুহু করতালি দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, এনাম আহমেদ চৌধুরী, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, আতাউর রহমান ডালি, হাবীবুর রহমান হাবীবসহ ঢাকা মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা।

 

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা