X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সব কর্মসূচি পালনে অনুমতি নিতে হবে কেন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫১

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সব কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে কেন? এটা তো আমাদের মৌলিক অধিকারের ব্যাপার।’ পুলিশি বাধায় শনিবার বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড হওয়ার পর নয়াপল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্মসূচি পালনের আগে পুলিশের অনুমতি নেওয়া হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি পালন করতে অনুমতি লাগবে কেন? সব কর্মসূচিতে আমাদের অনুমতি নিতে হবে কেন? একটা গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে কেন অনুমতি নিতে হবে? আমরা তো রাস্তা বন্ধ করিনি। ১৪৪ ধারা ভঙ্গ করিনি। আমরা কোনও মিছিল করিনি। পুলিশের নিয়মের মধ্যে আছে অনুমতি না নিয়ে সভা সমাবেশ করা যাবে না। কিন্তু আমরা তো সেরকম কিছুই করিনি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না, কালো পতাকা দেখাতে পারবো না? এটা তো মৌলিক অধিকারের ব্যাপার। এটা তো আমার ফান্ডামেন্টাল অধিকার। তাহলে কি আমাদের সংবাদ সম্মেলন করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে ৫ জন নেতার সঙ্গে কথা বলতে অনুমতি লাগবে?’

মির্জা ফখরুল বলেন, ‘আইনের শাসন ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। তাই গণতন্ত্রের দাবিতে বিরোধী দলের আওয়াজ শুনলেই বাতিকগ্রস্তদের মতো আদিম উল্লাসে সরকারি বাহিনী গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক আওয়ামী লীগ ও তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী।’

এদিকে, সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পথে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

/এএইচআর/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির