X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয়

আদিত্য রিমন
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

 

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয় এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিতে আলোচিত ছিলেন বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। ওই সময়ে একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। পরে ২০০৮ সালের ১৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নামে একটি দলের নিবন্ধন পান কোরেশী। নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। প্রায় বছর দুয়েক ধরে অসুস্থ হয়ে বিছানায় শায়িত আছেন এই রাজনীতিক। তার অসুস্থতার পর থেকে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে পিডিপি’র কর্মকাণ্ড। অফিসের আসবাবপত্রে পড়েছে ধুলাবালি, ঘরের কোণে জমেছে মাকড়সার জাল। অবশ্য গত ৫-৬ বছর ধরে এই দলের কার্যকর কোনও রাজনৈতিক কর্মসূচিও দেখা যায়নি। সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়টি প্রায়শই বন্ধ থাকছে।

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয়

পিডিবি সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় দীর্ঘদিন বাসায় আছেন। অন্য নেতারা নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। এ কারণে ঝিমিয়ে পড়েছে দলের সাংগঠনিক কার্যক্রম। নেতাকর্মীর অভাবে বেশিরভাগ সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলে থাকে।

গত ৮ ও ৯ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় (৮/৪, তোপখানা রোড) পিডিপি কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে। কথা বলার মতো পাওয়া যায়নি দায়িত্বশীল কাউকে। কার্যালয়ে ঢোকার গেটের সামনে পড়ে আছে ময়লা-আবর্জনা। কার্যালয়ের ভেতরের আঙ্গিনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন পোস্টার।

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয়

জানালার পর্দা সরিয়ে দেখা যায়, ভেতরে কয়েকটি চেয়ার, টেবিল, একটি আলমারি ও কিছু বই থাকলেও এসবের ওপর পড়েছে ধুলোর আস্তরণ।

৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় পিডিপির কার্যালয়ে কথা হয় নিরাপত্তাকর্মী মেহেদি হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখানে রাতে থাকি, দিনে নয়।’

দিনের বেলায়ও অফিস বন্ধ কেন, এমন প্রশ্নের উত্তরে মেহেদি বলেন, ‘ম্যাডাম (দলের কো-চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশী) বলেছেন, আজ অফিসের ঠিকানায় একটি চিঠি আসবে। তাই চিঠি নিতে এসেছি।’

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয়

তালাবদ্ধ একটি রুম দেখিয়ে মেহেদি বলেন, ‘এটি পিডিপি কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। তবে দলের চেয়ারম্যান ফেরদৌস কোরেশী স্যার অসুস্থ থাকার কারণে অফিসে আসেন না। দিনের বেলায় সবসময় কার্যালয় বন্ধ থাকে, রাতে মাঝে-মাঝে কয়েকজন নেতাকর্মী আসেন।’

এ প্রসঙ্গে পিডিপি’র মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট দল, মানুষ তেমন একটা খোঁজ-খবর নেয় না। দলের নেতারা নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে বস্ত থাকেন। তাই দিনের বেলা অফিস বন্ধ থাকে। তবে সন্ধ্যার পর প্রায় দিনই কিছু নেতাকর্মী অফিসে আসেন।’

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয় দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার বাধ্যবাধকতা থাকলেও নিয়মিত তা হয় না। প্রতিষ্ঠার পর ২০১৭ সালে একবারই কাউন্সিল হয়েছে। সারাদেশে দলটির নেই কোনও সাংগঠনিক কমিটি। নেই কার্যালয়ও। পিডিপির নিজস্ব ওয়েবসাইট নেই। তবে ফেসবুকে একটি আইডি দেখা গেছে। সেখানে দলের পক্ষে শহীদ মিনার ও স্মৃতিসৌধে ফুল দেওয়ার ছবিসহ গত বছরের সম্মেলনের কয়েকটি ছবি দেওয়া রয়েছে।

এ বিষয়ে দলটির মহাসচিব এম এ হোসেন বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা। তবে ২০১৭ সালের জুলাই মাসে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।’

দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কিছু জেলা-উপজেলায় আমাদের কমিটি আছে। আগে চার-পাঁচটি জেলায় দলের কার্যালয় ছিল। এখন কী অবস্থা জানি না। নেতারা নিজেদের বাড়িতে দলের কার্যক্রম পরিচালনা করেন।’

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয় এসব বিষয়ে জানতে চাইলে দলটির সাংগঠনিক সম্পাদক হেমায়েত উদ্দীন বলেন, ‘এই দলের চেয়ারম্যানের নাম জানেন? কোনও সাংবাদিক তাকে ফোন করারও সাহস পায়নি।’

তবে এর কয়েক ঘণ্টা পর এই প্রতিবেদককে হেমায়েত উদ্দীন ফোন করে বলেন, ‘বেশকিছু জেলায় কমিটি আছে। তবে এ বছর ৬৪ জেলায় কমিটি করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

হেমায়েত জানান, ২০১৭ সালের জুলাই মাসে হওয়া কাউন্সিলে ২৫১ সদস্যের কমিটি হয়। ওই কমিটিতে ড. ফেরদৌস আহমদ কোরেশী চেয়ারম্যান, নিলুফার পান্না কোরেশী কো-চেয়ারম্যান, প্রিন্সিপাল এম এ হোসেন মহাসচিবের দায়িত্ব পান। 

কো-চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশীর মোবাইল নম্বরে ফোন করা হলে সাংবাদিক পরিচয় জানার পর ‘তিনি বাসায় নেই’ বলে লাইন কেটে দেওয়া হয়। পরে কয়েকবার ফোন করে এবং এসএমএস পাঠিয়ে কোনও সাড়া পাওয়া যায়নি।

নেতারা ব্যস্ত ব্যবসায়, তালাবদ্ধ পিডিপির কেন্দ্রীয় কার্যালয় এদিকে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর পিডিপি থেকে একটি অংশ বেরিয়ে আরেকটি কমিটি গঠন করে। দলটির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম দেলাওয়ার হোসেনকে চেয়ারম্যান ও এহসানুল হক সেলিমকে মহাসচিব করে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নামে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এরপর গত বছরের আগস্টে ড. ফেরদৌস আহমদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপির  কমিটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিট আবেদন করেন এহসানুল হক সেলিম। যদিও হাইকোর্ট তা খারিজ করে দেন।

এ বিষয়ে মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন বলেন, ‘চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী দুই বছর ধরে অসুস্থ। তার অসুস্থতার কারণে এম দেলাওয়ার হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। কিন্তু তিনি দল থেকে কোরেশী স্যারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছেন। পরে তারা নিজেরা বের হয়ে আরেকটি কমিটি করেন। কিন্তু হাইকোর্ট ও নির্বাচন কমিশন আমাদের অংশকে বৈধ দল ঘোষণা করেছে।’

(আগামীকাল পর্ব-৩:  ঢাকা ও নীলফামারীতে ‘সীমাবদ্ধ’  বাংলাদেশ ন্যাপ)

আরও পড়ুন:
বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বহুমুখী সমিতির সাইনবোর্ড!

/এইচআই/এপিএইচ/আপ-এসএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক