X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খেলাফত মজলিস: বন্ধ থাকে কার্যালয়, কাজ চলে আমিরের বাসায়

আদিত্য রিমন
০২ মার্চ ২০১৮, ১৩:১৪আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:৪০

খেলাফত মজলিশ

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় ৩৮ নম্বরে রয়েছে খেলাফত মজলিসের নাম। কমিশনে দেওয়া দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ১৬ নম্বর বিজয়নগর পানির ট্যাঙ্কির পেছনে। সেখানে গিয়ে পাওয়া যায়নি দলটির কোনও সাইনবোর্ড। পরে এক ব্যক্তির সহায়তায় একটি সরু গলি পেরিয়ে জরাজীর্ণ একটি ভবনের পাঁচ তলায় হদিস মেলে খেলাফত মজলিসের। একটি মাত্র কক্ষ। এখানেই চলে দলটির সাংগঠনিক কার্যক্রম। তবে এ দলের কার্যালয়টি দিনের বেশির ভাগ সময়ই বন্ধ থাকে । 

গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দলটির কার্যালয় বন্ধ পাওয়া যায়। ২০ ফেব্রুয়ারি খেলাফত মজলিসের দফতর সম্পাদক আব্দুল জলিলকে ফোন করা হলে তিনি জানান, বিকাল পাঁচটার পরে অফিসে থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে এই ঠিকানাই কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে খেলাফত মজলিশ। সাধারণত সন্ধ্যার পরে দফতর সম্পাদক অফিসে আসেন। এছাড়া বড় কোনও কর্মসূচি থাকলে কেবল তখনই নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়। দলের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকও এখানে তেমন একটা আসেন না। দলীয় কার্যালয়ের পাশেই তার বাসা। বিশেষ প্রয়োজনে নেতাকর্মীরা আমিরের বাসায় গিয়ে দেখা করেন।  

বন্ধ থাকে কার্যালয়, কাজ চলে আমিরের বাসায়

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই আমার বাসা। দরকার হলে আমি বাসাতিই নেতাকর্মীদের সভা ডাকি। নেতারাও প্রয়োজনে আমার বাসায় আসেন।’ 

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলাফত মজলিসের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে নেতারা চা-বিস্কুট খাচ্ছেন, গল্প করছেন। কক্ষটিতে কার্পেট বিছানো, রয়েছে তিনটি টেবিল, একটি আলমারি, সোফাসেট, শতাধিক চেয়ার ও দুটি সাইন্ডবক্স। কথা হয় দলের দফতর সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে।  

দলীয় কার্যালয় বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘পাশেই দলের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাকের কার্যালয়। দিনের বেলায় নেতাকর্মীরা সেখানেই সাংগঠনিক কর্মকাণ্ড করে থাকেন। বড় কোনও আলোচনা সভা বা বৈঠক থাকলে এই কার্যালয় ব্যবহার করেন। আজকে একুশে ফেব্রুয়ারির আলোচনা ছিল, তাই সব নেতারা এখানে রয়েছেন।’

সন্ধ্যায় খেলাফত মজলিশের কার্যালয়

খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠা করেন বাংলাদেশ খেলাফত মজলিস। এরপর কয়েকবার ভাঙনের মুখে পড়ে দলটি। সর্বশেষ ২০০৫ সালে পদ-পদবীর দ্বন্দ্বে দলে ফের ভাঙন ধরে। বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস এই নামে দুটি দল রয়েছে। এর মধ্যে খেলাফত মজলিস বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক। দলটির নির্বাচনি প্রতীক হচ্ছে দেয়াল ঘড়ি। 

ভাঙনের বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘এটা তো অনেক আগের বিষয়। এখন এসব কথা বলে লাভ কী? আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’ 

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয় ৪৫ সদস্য নিয়ে। এরমধ্যে কোনও নারী সদস্য নেই। যদিও নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের সব স্তরে ৩৩ শতাংশ নারী থাকতে হবে। এ বিষয়ে ড. কাদের বলেন, ‘আমরা এ নিয়ে নির্বাচন কমিশনে কথা বলেছি।  আশা করি,আগামী দুবছরের মধ্যে এটি সম্পন্ন করতে পারবো।’ 

দলটির নেতারা জানান, সারাদেশ জেলা ও মহানগর মিলিয়ে খেলাফত মজলিসের  ৬৫ থেকে ৭০টি কমিটি আছে। এর মধ্যে কিছু কমিটি পূর্ণাঙ্গ, আর কিছু আহ্বায়ক কমিটি। এরমধ্যে সিলেট বিভাগে দলটি সাংগঠনিকভাবে শক্তিশালী। এর বাইরে নোয়াখালী, বরিশাল, খুলনা, চট্রগ্রাম, ফেনীসহ বেশ কিছু জেলায় দলটির কমিটি রয়েছে। তবে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী নয়।  

সন্ধ্যায় খেলাফত মজলিশের কার্যালয়

এ প্রসঙ্গে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আমাদের কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলোতে কমিটি আছে। দলের সাংগঠনিক অবস্থাও ভালো।’ আর দফতর সম্পাদক আবদুল জলিল বলেন, ‘সারাদেশে জেলা-মহানগর  মিলিয়ে ৭২টি কমিটি আছে। এরমধ্যে ছয় থেকে সাতটি জেলায়  আহ্বায়ক কমিটি আছে। বৃহত্তর সিলেটের জেলা-উপজেলা পর্যায়েও দলের কমিটি রয়েছে। শুধু উত্তরবঙ্গে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল।’ 

সিলেট জেলার সভাপতি সৈয়দ মুশাহীদ আলী বলেন, ‘সিলেট জেলা শাখার কমিটি ২৪ সদস্য বিশিষ্ট। সিলেটের ১৪টি উপজেলায় কমিটি আছে। আগামী নির্বাচনে সিলেট-২ এবং সিলেট-৩ থেকে দলীয় প্রার্থী দেওয়া হবে। সিলেট-২ আসনে খেলাফত মজলিশের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির, আর সিলেট-৩ থেকে জেলা শাখার সহসাধারণ সম্পাদক হাজী দেলোওয়ার হোসেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া হবিগঞ্জ-২, সুনামগঞ্জ-৬, খুলনা-৪, মৌলভিবাজার-৩, টাঙ্গাইল-৭ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতারা।    

বর্তমান সংসদে খেলাফত মজলিসের কোনও প্রতিনিধি না থাকলেও উপজেলায় তিন জন ভাইস চেয়ারম্যান রয়েছেন। তারা হলেন— সিলেট বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, মানিকগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, খুলনার রূপসা উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ আবদুল্লাহ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর প্রার্থী হওয়ার বিষয়টি দলীয়ভাবে চূড়ান্ত বলে জানা গেছে। এর বাইরে সিলেট-৬ সহ আরও কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে তাদের।  

খেলাফত মজলিশের কার্যালয়

খুলনার রূপসা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ২৭ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি রয়েছে। ২০ দলীয় জোট ও নিয়মিত দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়।’    

দলটির অর্থের মূল উৎস হচ্ছে বায়তুলমাল সংগ্রহ করা। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের  কাছ থেকে বায়তুলমাল সংগ্রহ করা হয়। এর বাইরে দলটির প্রকাশনা সংস্থা ও মালিকানাধীন সম্পত্তি থেকেও অর্থ আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে দফতর সম্পাদক আব্দুল জলিল দলের অর্থ সম্পাদকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অর্থ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার কাছে কোনও হিসাব নেই। সব হিসাব খাতা কলমে রয়েছে। আপনি দলের দফতর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন।’

দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘আগের যে কোনও সময়ের তুলনায় এখন দলের অবস্থা অনেক ভালো। আমি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সফর করেছি। তখন দেখেছি, দলের সাংগঠনিক অবস্থা অনেক ভালো।’ 

তিনি জানান, বেশকিছু আসনে আমাদের দলের যোগ্য প্রার্থী রয়েছে। এগুলো নিয়ে ২০ দলীয় জোটের সঙ্গে আলাপ-আলোচনা করে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হবে। 

জানা গেছে, শ্রমিক মজলিস, মহিলা মজলিস, ইসলামী ছাত্র মজলিস, দাবানল সাংস্কৃতিক সংগঠন নামে খেলাফত মজলিসের চারটি সহযোগী সংগঠন রয়েছে । 

 

/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান