X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জাফর ইকবালের ওপর হামলায় সাম্প্রদায়িক অপশক্তির স্বরূপ উন্মোচিত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৯:১১

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের লেখক, শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের আড়াল করতেই বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঠাকুর ঘরে কে রে/আমি কলা খাই না— তাদের বক্তব্য এইরকম। এই হামলায় তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। এরা সাম্প্রদায়িক অপশক্তির কিলিং গ্রুপের সদস্য। এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি-জামায়াত।’
সোমবার (৫ মার্চ) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যাংক ফ্লোরে আগামী ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘সেই দলের সেক্রেটারি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বলেন, আমরা আড়াল করেছি। অথচ সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে এসে সিএমএইচে ভর্তি করা হয়েছে। ফখরুল (মির্জা ফখরুল) সাহেব, আপনার বক্তব্য এটাই প্রমাণ করে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এসব না করে অপশক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। তা না হলে জনগণ ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে।’
সরকার ও প্রধানমন্ত্রীর সংবাদ পরিবেশন প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের গণমাধ্যমের একটি অংশ সরকারের প্রতিপক্ষ হয়ে গেছে। অধিকাংশ মিডিয়া বলছে, খুলনার জনসভা সর্বকালের সেরা জনসভা, রাজশাহী ও বরিশালে স্মরণকালের সেরা জনসভা হয়েছে, সিলেটের জনসভায় যে উপস্থিতি হয়েছে তার রেকর্ড সমসাময়িক কালে নেই। কিন্তু কোনও কোনও গণমাধ্যমের রিপোর্ট দেখলে মনে হয়, একটা কিছু দিতে হবে বলেই তারা খবর দিয়েছে। বিশাল জনসভাকে বিশাল বলতে তাদের লজ্জা হয়।’
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন সংবাদপত্রের সঙ্গে এক বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি গণমাধ্যমকে বলেছি, প্রধানমন্ত্রীর সংবাদ প্রচারে তাকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়। এটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। তবে আমরা গণমাধ্যমের সঙ্গে লড়াই করতে চাই না, আমরা গঠনমূলক সমালোচনা চাই।’ আগামী দিনে গণমাধ্যমের সঙ্গে সরকার একযোগে কাজ করবে বলে আশাবাদ জানান তিনি।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ২৫ মার্চ রাত সাড়ে ১২টায় ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার সত্যিকারের ঘোষণা ৭ মার্চেই হয়েছে। ইউনেস্কোর পক্ষ থেকে এই ভাষণ বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার পরই একটি দল এটাকে গুরুত্বহীন করে রাখে। তারা ক্ষমতায় থাকতে এই ভাষণকে নিষিদ্ধ করেছি। সেই তাদের হয়ে যখন সরকারের সমালোচনা করা হয়, তখন আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘জনসভার জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন এক হাজার পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করছে। সিটি করপোরেশন থেকে এক লাখ পানির বোতল দেওয়া হবে। মাঠকে উপযোগী করে সাজিয়ে তোলা হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
আরও পড়ুন-
জামায়াতকে এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী দেখতে আসায় জাফর ইকবাল বুস্ট আপ হয়েছেন: ইয়াসমিন হক

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন পক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা