X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৫৬

ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়।
শুক্রবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘উন্নয়নশীল দেশ, অথচ আধাঘণ্টার বৃষ্টিতে পানির নিচে। নৌকা দিয়ে চলতে হয়। মশার কামড়ে ঘুমানো যায় না। তীব্র যানজট। উন্নয়নশীল দেশ হতে হলে এসব থেকে মুক্তি দিতে হবে।’
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, ‘তাকে যেভাবে মাথা-বুকে পিস্তল ঠেকিয়ে গ্রেফতার করা হয়েছে তাতে পুরো জাতি হতাশ হয়েছে। একটা সরকার এমন আচরণ করতে পারে না। কখন করতে পারে, যখন পতন আসন্ন হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘আজ সাড়ে চার হাজার বিএনপি নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন গণতন্ত্র?’

আওয়ামী লীগের জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় জনসভা করলেন, এত জনসমর্থন, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিন। পারবেন না। কারণ, আপনারা খালেদা জিয়াকে ভয় করেন।’

মওদুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়।  আইনে বলা আছে- উন্নয়নমূলক কর্মসূচি দেখিয়ে বা জনগণকে প্রলুব্ধ করে ভোট চাওয়া যাবে না। তাহলে আমাদেরও সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। তিনি যদি নিজের খরচে ভোট চান তাতে আপত্তি নেই।'

বাংলাদেশে যে গণতন্ত্রে রয়েছে এ গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) ভোট চাইবো, অথচ আপনারা (বিএনপি) পারবেন না, জেলে থাকবেন, এটা হতে পারে না।'

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী সপ্তাহেই খালেদা জিয়া জামিনে মুক্ত হবেন।’

সংগঠনের উপদেষ্টা এমএ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ।

 

 

 

/এসএস/ এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি