X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের বিরোধ মেটাতে বিএনপি নেতাদের জরুরি বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ২১:২১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ২১:২৩

বিএনপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই বিরোধ মেটাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। এতে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত আছেন বলে বৈঠকে অংশ নেওয়া একজন আইনজীবী বাংলা ট্রিবিউনকে জানান।
বৈঠক সূত্র জানায়, আগামী ২১ ও ২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীরা দুটি গ্রুপে ভাগ হয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এই বিরোধ মেটাতে গুলশানে সন্ধ্যা ছয়টায় সমঝোতা বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর বাইরে দ্বন্দ্বে জড়িয়ে পড়া আইনজীবীরা উপস্থিত আছেন। রাত পৌনে নয়টার সময়ও এ বৈঠক চলছিল। জানা যায়, এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বিএনপি নেতারা।
গত মঙ্গলবার (৬ মার্চ) রাতে বিএনপিপন্থী আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণার পর থেকে বিরোধে জড়িয়ে পড়ে একটি পক্ষ। ওই রাতে সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদীনকে সভাপতি ও সেক্রেটারি হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ফের চূড়ান্ত করা হয়। এর একদিন পরেই পাল্টা প্যানেল ঘোষণা করে মনোনয়ন বঞ্চিতরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সভাপতি ও এ বি এম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক পদে প্রার্থী করে বিদ্রোহীরা।

প্রসঙ্গত, আগামী ২১ ও ২২ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) সমিতির ভোট গ্রহণ  অনুষ্ঠিত হবে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা