X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘জননিরাপত্তা ঝুঁকি’র কারণে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ২১:১৬আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:১৮

বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা ১২ মার্চের সমাবেশের অনুপতি পায়নি বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ‘জননিরাপত্তা ঝুঁকি’র কারণ উল্লেখ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি।
রবিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জননিরাপত্তার ঝুঁকির কারণে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’
জানা গেছে, সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদনের পাশাপাশি বিএনপির প্রতিনিধিরা ডিএমপি’র সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার (১১ মার্চ) সকালে দলটির ৩ সদস্যের একটি প্রতিনিধি ডিএমপি সঙ্গে সাক্ষাৎ করেন। তখন ডিএমপি থেকে বলা হয়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালো নয়। তাই বিএনপিকে সমাবেশে অনুমতি দেওয়া যাচ্ছে না।
প্রতিনিধি দলের সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। সকালে আমাদের বলা হয়েছিল তারা মিটিং করে পরে জানাবে। তবে এখনও কিছু জানানো হয়নি ডিএমপির পক্ষ থেকে।’

উল্লেখ, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান বা দলীয় কার্যালয় নয়াপল্টনকে নির্ধারণ করে এর যেকোনটিতে অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) কাছে অনুমোদন চেয়েছিল বিএনপি। কিন্তু দলটিকে সমাবেশে অনুমতি দেয়নি ডিএমপি।

আরও পড়ুন: জরুরি বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা

এদিকে বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ। তাই যেকোনও জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে আবেদন করা হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদের অবহিত করা হয়নি। তবে জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে।’

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই রায় ঘোষণার পর খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন। 


/এআরআর/এএইচআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক