X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ আদালতের ব্যাপার, সরকারের দুর্বলতা নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৫:৪২আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৭:১০

খালেদা জিয়া ও আওয়ামী লীগ

বিএনপি যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং খালেদা জিয়ার জামিনের ঘটনাকে সরকারের দুর্বলতা মনে না করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার (১২ মার্চ) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা। 

নেতারা বলেন, ‘এটা সম্পূর্ণ আদালতের বিষয়। এখানে অন্য কারও কিছু করার নেই। আদালতের ব্যাপারে আমাদের হস্তক্ষেপ নেই। আদালত স্বাধীন।’

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার জামিন আদালতের ব্যাপার। আদালত সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। এখানে শাস্তি মাফ হয় নাই। জামিন দিয়েছেন মাত্র। এটা কোর্টের ব্যাপার।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ফারুক খান বলেন, ‘এটা আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, হাইকোর্ট মনে করেছেন তাই জামিন দিয়েছেন। তবে এই জামিনের মধ্য দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোট যেন কোনোভাবেই মনে না করে এখানে সরকারের দুর্বলতা রয়েছে। এ জামিন পাওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা যেন হৈ-হুল্লোড়, অস্থিরতা তৈরি না করে। আইনের শাসনের প্রতি তারা যেন সম্মান প্রদর্শন করে।’ এ জামিনের মধ্য দিয়ে তারা (বিএনপি) আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণ হলো আদালত স্বাধীনভাবে কাজ করছেন। এখানে সরকার কোনও হস্তক্ষেপ করছে না। খালেদা জিয়ার বিচারকার্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করে আসছিল, জামিনের মধ্য দিয়ে তা মিথ্যা প্রমাণ হলো।’

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন,‘ যেকোনও মামলায় আদালত সঙ্গতভাবেই জামিন দিতে পারেন। আমি জেনেছি দুর্নীতি দমন কমিশন (দুদক) এ জামিনের বিরুদ্ধে আপিল করবে। এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার।’  

আদালতের প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী বলেন, এটা আদালতের বিষয়। দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। দেশে সকল দুর্নীতিবাজের বিচার হয়েছে, হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আদালত স্বাধীন। আদালতের ওপর আমাদের কোনও হস্তক্ষেপ নাই।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।  

 

/পিএইচসি/এএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি