X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আদালত দেরি করেননি, সরকার করেছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৯:৪৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:৫৫

 

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ছবি: সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিলম্বের জন্য সরকারকে দায়ী করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন দিতে  আদালত দেরি করেনি, বরং সরকার করেছে।’  মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নিম্ন আদাতের রায়ের পর উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন হয়ে গেলো। অথচ খামাখা ১৫দিন বিলম্ব করা হলো। বললো, নথিপত্র আসলে রায় দেওয়া হবে। আমরা আইনে বিশ্বাস করি বলেই মেনে নিয়েছি। তারপর নথিপত্র এলো। বলা হয়েছে, ১৫দিনের মধ্যে নথিপত্র আসবে। একদিনের মধ্যেও আসতে পারতো। কিন্তু একেবারেই শেষ দিকে আনা হয়েছে। এইযে ১৫দিন বিলম্ব করলো, সেটা তো আদালত করেননি। সরকার করেছে। সরকারের কর্মচারীরা করেছেন।’ তিনি বলেন, ‘তারা মনে করেছে, মামলা করলে খালেদা জিয়া ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যাবে। আগামী নির্বাচনে তারা আবার ২০১৪ সালের মতো আরও একটি নির্বাচন করতে পারবে। এই তাদের পরিকল্পনা। এটা কখনও বাস্তবায়ন হবে না। তাদের মনে রাখতে হবে ২০১৪ ও ১৮ সাল এক নয়।’

জাতীয় সংসদকে কার্যকর করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের মানুষ আমাদের কাছ থেকে জানতে চায়, আমরা কি রাজনৈতিক সংস্কৃতি হারিয়ে ফেলেছি? গণতন্ত্র মানেই হচ্ছে গণতান্ত্রিক চর্চা, পরমত সহিষ্ণুতা। কিন্তু গত কয়েক বছর ধরে তা আর নেই। এখানে সহনশীলতা বলতে কিছুই নেই। এগুলো ফিরিয়ে আনতে হবে। আমাদের সংসদকে কার্যকর করতে হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সঙ্গে আমার দুই বার দেখা হয়েছে। তিনি বলেছেন, ‘আপনারা আমার জন্য কোনও চিন্তা করবেন না। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। নিচের কোর্টে গেছি। কিন্তু নিচের কোর্টের সেকশনে যারা কাজ করেন, তারা সরকারের কর্মচারী। আজ নিম্ন আদালতের বিচারকরাসহ সবাই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে পরিচালিত। যে শৃঙ্খলা বিধি করা হয়েছে, সেটার কারণে নিম্ন আদালতের ওপর সুপ্রিম কোর্টের আগে যে নিয়ন্ত্রণ ছিল, সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। সব কিছুই এখন তাদের নিয়ন্ত্রণে। খালেদা জিয়ার মুক্তি একদিনের জন্য বিলম্বিত হলে তার জনপ্রিয়তা দ্বিগুণ বাড়বে। বিলম্ব করতে চান, করেন। আমার নেত্রীর কষ্ট হবে কিন্তু তার জনপ্রিয়তা কমাতে পারবেন না। যতই ষড়যন্ত্র করুন না কেন, তিনি মুক্ত হয়েই আমাদের মাঝে ফিরে আসবেন। তাকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনে আসবো।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এমন কোনও জায়গা নেই, যেখানে কোনও দুর্নীতি নেই। দুর্নীতির হিসাব একদিন বাংলাদেশের মানুষ নেবে।’  

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের