X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশের হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু: রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৪:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:৪১

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচারে হত্যার অভিযোগ এনে আগামী রবিবার (১৮ মার্চ) কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। দলীয় নেতাকর্মীরা এদিন বুকে কালো ব্যাজ ধারণ করবেন।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বৃহস্পতিবার (১৫ মার্চ) এ কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিক্ষোভের আগে আগামীকাল শুক্রবার জাকির হোসেন মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বাদজুমা দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও মানুষের বাকস্বাধীনতা হরণ করে সব নাগরিক অধিকার কেড়ে নিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার রাষ্ট্রের সব স্তম্ভ ভেঙে চুরমার করে ফেলেছে। এখন পরিকল্পিত নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের সাহেবরা উসকানি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, ধারাবাহিকভাবে আদালতের কাছে রিমান্ড আবেদন, আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর ও রিমান্ডে নিয়ে তরুণ নেতাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিটি আঘাতই প্রত্যাঘাত হয়ে কোনও না কোনও দিন আপনাদের কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ।’

রিজভী বলেন, ‘শফিউল বারী বাবু, রাজিব আহসান, মিজানুর রহমান রাজসহ তরুণ নেতাদের রিমান্ডের পর রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুবরণের কারণে আমরা এখন শফিউল বারী বাবু, রাজিব আহসান এবং মিজানুর রহমান রাজের শারীরিক অবস্থা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত।’

 

/এসটিএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী